ভোলায় ২’শত পঞ্চান্ন পিছ ইয়াবাসহ যুবক আটক ।
পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা পূর্বইলিশা ইউনিয়ন হইতে ২’শ পঞ্চান্ন পিছ ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে ইলিশা, পুলিশের তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।৫ জুলাই ( বুধবার ) দুপুর ১২:০৫ ঘটিকার সময় এস আই ( নিঃ ) গোলাম মোস্তফা, সংগীয় এ এস আই সুজন, এ এস আই রিপন, কং/৭৭৪ জসিম, কং/৮৮৭ মাকসুদ, কং/৭২৮ ইমরান, কং/ ৭৭৯ মাসুম বিল্লাহ সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা।
ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইলিশা তালতলা লঞ্চঘাট থেকে দুইশত পঞ্চান্ন পিছ ইয়াবাসহ আটক করেছে, ব্যবসায়ীকে আসামী মোঃ রিপন খান ( ৩৫ )পিতা- আনিস খান, সাং -পশ্চিম কামদেবপুর ৩ নং ওয়ার্ড।মোল্লারহাট ইউপি, থানা- নলছিটি ,জেলা- ঝালকাঠিকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিনিউজ ইউরোপ/৬জুলাই/জই/ভোলা