• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মনফালকোনে এসো বাংলা শিখি বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

শাইখ আহমেদ, স্পেশাল প্রতিনিধি (ইতালি) মনফালকোন
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

মনফালকোন শহরে এসো বাংলা শিখি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিতইতালির মনফালকোনে প্রবাসী বাংলাদেশিদের প্রথম প্রতিষ্ঠিত এসো বাংলা শিখি বিদ্যালয়। প্রায় একযুগ অতিক্রম করে এই বিদ্যালয় পরিচালিত হচ্ছে বিনা মূল্যে পারিশ্রমিক শিক্ষক দিয়ে। নিজের সন্তানদের আদলে এই স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তারা। বর্তমানে প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে।

১৩ মে ২০২৩ শনিবার বাংলাদেশ সরকারের প্রদত্ত শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান। বিদ্যালয়ের সভাপতি জাবেদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও মামুন আল রশিদ এর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্টপোষক জাহাঙ্গীর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসাইন, শফিক ভূঁইয়া, বাকির মিয়া, শাওন আহমেদ, রনি খান, ডালিম মিয়া, ওমর খৈয়াম পাটান, আলী হোসেন জাবেদ, তাজুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

পরিশেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাংলা পাঠ্যবই বিতরণ করেন এবং বাংলা ভাষা, সংস্কৃতি তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে অনেক কথা বলেন।

বাংলা পাঠ্যবই বিতরণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করতে লক্ষ্য করা গেছে। বিদ্যালয়ের প্রধান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ