• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক
ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক। বিবিসি ও ভয়েস অফ আমেরিকা জানিয়েছে,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেবৈঠকের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য বড় অনুপ্রেরণা। লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউজ-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, “আমার স্ত্রী ও দুই মেয়ে আপনার ভক্ত।” ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন।

সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন। সাইদা মুনা তাসনিম জানান, বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানান। অল্প বয়সে এশীয় ঐতিহ্যের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তরুণরা কী করতে পারে, এর একটি দুর্দান্ত উদাহরণ আপনি।”

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সুনাক। তিনি কোভিড-১৯ মহামারীর আগে ও পরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার সাফল্যের পেছনের কারণ জানতে চান।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার জানান যে ঋষি সুনাক বলেছেন, “আমাদের সম্পর্ক খুব ভালো। আমাদের মধ্যে ৫০ বছরের চমৎকার সম্পর্ক রয়েছে; (ভবিষ্যতে) আরো ভালো হবে।” হাইকমিশনার আরও জানান, আগে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে ছিলো সাহায্য ভিত্তিক। এখন বাংলাদেশের জিডিপির এক শতাংশ পরিমাণও, সাহায্য থেকে আসে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন তিনি।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ব্রিটিশ কোম্পানিগুলোর বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করা উচিত।”রাজা তৃতীয় চালর্স-এর রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যুক্তরাজ্যে এসেছেন। এর মধ্যে ঋষি সুনাক মাত্র সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম।

পরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানদের সঙ্গে রাজা তৃতীয় চার্লসের মতবিনিময় শেষে ফটোসেশন ও নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ