• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসে যশোর জেলা ক্রীড়া সংস্হার স্বর্ণপদক অর্জন

মোস্তাকিম ফারুকী রাজশাহী থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতায় যশোর জেলা ক্রীড়া সংস্হার স্বর্ণপদক অর্জন

দু’দিনব্যাপী বঙ্গবন্ধু ৩৬ জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে চারটি গ্রুপে ৪১ টি ইভেন্টে ৬৪ জেলা, ৮টি বিভাগ ও বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রায় ৫শ’ বালক-বালিকার অংশ গ্রহণ করে আসরটিতে। এর মধ্যে যশোর জেলা ক্রীড়া সংস্থা ৭টি ইভেন্টে বিজয়ী হয় এবং ৩টি তে স্বর্ণপদক লাভ করেন।

যশোর জেলার এমন অর্জনে উচ্ছ্বসিত এলাকাবাসী এবং এই অর্জনের সকল অবদান যশোরের কৃতি সন্তান লাইয় ইঞ্জিনিয়ার মোস্তুফা কামালের বলে দাবী করেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ফান্ড এবং পৃষ্ঠপোষকতার অভাবে যশোরের খেলাধূলা প্রায় মৃত ছিল। এমন সংকট মুহূর্তে লায়ন ইঞ্জিনিয়ার মোস্তুফা কামাল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং খেলোয়াড় সহ আমাদের অনুপ্রাণিত করেছে অনুশীলনের ব্যাপারে।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে ইঞ্জিনিয়ার মোস্তুফা কামাল বলেন, আমি ব্যাক্তিগতভাবে ছোট বেলায় প্রচুর খেলাধুলা করতাম এবং স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম।
তিনি আরও বলেন, দেশের সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। বাচ্চারা আজকাল অনলাইন খেলাধুলার প্রতি খুব আসক্ত হয়ে যাচ্ছে, যা তাদের মস্তিষ্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং স্বাভাবিক চিন্তাচেতনা থেকে দুরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এসব অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসতে হবে, গুরুত্ব দিতে হবে খেলাধূলাকে। তবেই আগামী দিনে আমরা সুস্থ্য ও মেধাসম্পন্ন একটি জাতি উপহার পাব। আধুনিক, নিরাপদ ও মাদক মুক্ত সমাজ এবং দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারব।
বিডিনিউজ ইউরোপ/২৯ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ