• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত।এই ইফতার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও একাধিক মুসলিম দেশের কূটনৈতিক উপস্থিত ছিলেন।শুক্রবার (৭ এপ্রিল) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কী অভিজাত এটাপ সেন্টারে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে এশিয়ান ইসলামিক কমিউনিটি অস্ট্রিয়া। সংগঠনটির বর্তমান চেয়ারম্যান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইঞ্জিনিয়ার এম এ হাসিম। তিনি  ইসলামিক  রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) একজন সুপ্রিম কাউন্সিল সদস্য।

এশিয়ান ইসলামিক কমিউনিটি (AIC) মূলত ইসলামিক  রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার(IGGÖ) একটি গুরুত্বপূর্ণ অন্গ সংগঠন। সংগঠনটি অস্ট্রিয়ায়  বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানমসজিদ সমূহের একটি সংস্থা যা অস্ট্রিয়ান সরকার প্রধানের ফেডারেল চ্যান্সেলারি কর্তৃক অনুমোদিত এবং অস্ট্রিয়ান পাবলিক আইনের অধীনে একটি স্বাধীন কর্পোরেশন সংস্থা।

আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুনের সঞ্চালনায়ইফতার অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার এম এ হাসিম। এই ইফতার অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ইসলামিক রিলিজিয়াস অথরিটিইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট,ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার  সুপ্রিম কাউন্সিল সদস্যবৃন্দ, অস্ট্রিয়ার জাতীয় সংসদের একাধিকসাংসদ।আরও উপস্থিত ছিলেন ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর ড. মিখাইল লুডভিগের প্রতিনিধি, হেড অব কালচারাল অফিস, ফেডারেল চ্যান্সেলারি, রিপাবলিক অব অস্ট্রিয়া, সৌদি সরকার পরিচালিত  ভিয়েনা ইসলামিক সেন্টার এর ডাইরেক্টর, টার্কিশদের  চারটি সর্ববৃহৎ ইসলামিক কমুনিটির সভাপতি সেক্রেটারি সহ অন্নান্য নেতৃবৃন্দ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমুনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, টার্কিশ  স্বাধীন শিল্পপতি ও উদ্যোক্তাদের মালিক সমিতি „মুসিআদ অস্ট্রিয়া“ এর সভাপতি,  ভিয়েনা বেসড  ইউ এন এন্ড আদার ইন্টারন্যাশনাল  অর্গানিজশন এ কর্মরত ইন্ডিয়ান, মালেশিয়ান, ইন্দোনেশিয়ান, সিরিয়া সহ আরও কয়েকটি দেশের মুসলিম কূটনৈতিকবৃন্দ।

তাছাড়াও অস্ট্রিয়ায় বসবাসরত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহ যথা উইগোরিয়ান চাইনিজ, পিলিপিন্স, মিয়ানমার, আরাকান,ভারত,পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া প্রভৃতি দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ।আর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান,বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী মাহবুবুল ইসলাম,বিএনপি অস্ট্রিয়ার নেতা মাসুদুর রহমান মাসুদ,বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী জাকারিয়া সাইমুন,বিশিষ্ট মানি অর্ডার ব্যবসায়ী (Ria) মোহাম্মদ ইকবাল মুস্তারী ও ইউরো বাংলা টাইমসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদ প্রমুখ।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ভিয়েনা মুসলিম সেন্টার ও মাসজিদুল ফালাহর নেতৃবৃন্দ,ন মাহেরুল হক শামীম, মোরাদুল আলম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ,ইঞ্জিনিয়ার রবিউল আলম, সায়েদুর রহমান বকুল,রাসেল প্রমুখ । বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, মাসুদুর রহমান ও সামসুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান এম এ হাসিম ছাড়াও আরও বক্তব্য রাখেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইনঅস্ট্রিয়ার  প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত উমিত ভূরাল, অস্ট্রিয়ার জাতীয় সংসদের সাংসদ, ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগের (SPÖ) প্রতিনিধি ইরাকি বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার ড. ওমর আল রাবী(SPÖ)।স্বাগত বক্তব্যে এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইফতার মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ হাসিম বলেন- “এশিয়ানইসলামিক কমিউনিটি ”  অস্ট্রিয়ায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মসজিদ সমূহের একটি সংস্থা যা ফেডারেল চ্যান্সেলারি (বুন্ডেসকানসলারআমট) কর্তৃক অনুমোদিত এবং অস্ট্রিয়ান  পাবলিক আইনের অধীনে একটি
স্বাধীন কর্পোরেশন ।  তিনি আরও উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অস্ট্রিয়ায় মুসলমানদের আইনি মর্যাদা অনন্য।১৯১২সালে, অস্ট্রিয়া সাংবিধানিকভাবে দেশে ইসলামকে রাষ্ট্রধর্ম পালন হিসাবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৯ সালে ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়াকে এই দেশের সমস্ত মুসলমানদের জন্য সরকারী প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়। অন্যান্য আইনগতভাবে স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের (যেমন প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং ইহুদি) মতো মুসলিমদের একই অধিকার প্রদান করা হয়।

অস্ট্রিয়ান সরকারের এক পরিসংখ্যানে বলাহয়েছে সমগ্র অস্ট্রিয়ার ২,২২১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮০,০০০ মুসলিম শিশু অধ্যায়নরত আছেন। সরকার এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকারি অর্থায়নে।ইফতারের পূর্বে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়ার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়ার (SPÖ) প্রবীণ সাংসদ ড.ওমর আল রাবী IGGÖ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট উমিত ভূরাল।

এই ইফতার মাহফিলে প্রায় দেড় শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। ইউরো বাংলা টাইমসের চীফ এডিটর মাহবুবুর রহমান বৃহস্পতিবার গভীর রাতে পবিত্র উমরা হজ্জ করে ফেরত আসায় ক্লান্ত শরীরে আমন্ত্রিত হয়েও উপস্থিত থাকতে পারেন নি। ইফতারে আমন্ত্রিত অতিথিদের এশিয়ান ও তুর্কিশ যৌথ খাবারে আপ্যায়ন করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ