পর্ন তারকা স্টর্মিকে ঘুষ দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন।পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন (CNN) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। নিউইয়র্কের ম্যানহানটনের গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ আদেশ দেন। স্টর্মি ড্যানিয়েলসকে ‘হাশ মানি’ দেওয়াসহ ৩০টিরও বেশি অভিযোগ গঠন করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। অর্থাৎ নীলছবির এই তারকাকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার অপরাধে বিচারের মুখোমুখি হবেন ট্রাম্প। আর এর মধ্য দিয়ে ট্রাম্পই হলেন ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং বিচারের মুখোমুখি হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট।
আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) ট্রাম্পকে আদালতে তোলা হবে। সিএনএন বলছে, ট্রাম্পের সঙ্গে পর্ন তারকা স্টর্মির সম্পর্কের এক প্রত্যক্ষদর্শী গ্র্যান্ড জুরির গোপন আদালতে আধঘণ্টারও বেশি সময় সাক্ষ্য দেন। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন আদালত।
এদিকে, আদালতের আদেশের পরপরই দেওয়া বিবৃতিতে এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি, এমন আচরণ বাইডেনের ওপর উল্টো বিপর্যয় ডেকে আনবে।’
এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে,যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজাদারি অভিযোগ যিনি এনেছিলেন ইতিমধ্যে তিনিও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। আর এই ব্যক্তি হচ্ছেন নিউ ইয়র্ক কাউন্টি অ্যাটর্নি জেনারেল অ্যালভিন ব্র্র্যাগ। ২০২১ সালে নিউ ইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি হয়ে রেকর্ড করেছিলেন অ্যালভিন।
১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে যখন কোকেনের অবাধ ব্যবহার চলছিল তখন, নিউইয়র্কের বস্তি এলাকায় অ্যালভিনের জন্ম ও বেড়ে ওঠা। হার্ভার্ড-শিক্ষিত এই অ্যাটর্নি বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের জালিয়াতি এবং নাগরিক অধিকার সংক্রান্ত সমস্যায় বিশেষজ্ঞ। ট্রাম্প প্রশাসনের চার বছরের মেয়াদে শতাধিক মামলা করতে সহায়তা করেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে নিউইয়র্কের মামলার নেতৃত্ব দিয়েছিলেন অ্যালভিন।
সরকারের প্রতিটি স্তরে বিচারের অভিজ্ঞতা রয়েছে অ্যালভিনের। তিনি এর আগে নিউইয়র্কের দক্ষিণ জেলার সহকারী অ্যাটর্নি, নিউইয়র্কের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রধান মামলাকারী হিসেবে কাজ করেছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২এপ্রিল/জই