• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভিয়েনায় মুসলিমদের অবস্থান সুসংহত করার চেষ্টা অব্যাহত

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক( অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ভিয়েনায় মুসলিমদের অবস্থান সুসংহত করার চেষ্টা দিন দিন জোরদার হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র রমজান মাসে সাজসজ্জা করার দাবি জানিয়েছে তুরস্ক ভিত্তিক ইসলামি সংগঠন SÖZ । ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা Express.at জানায় বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৭,৪৬,০০০ মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস। এর মধ্যে রাজধানী ভিয়েনায় বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ২ লক্ষ।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের (ফেভারিটেন) SÖZ (সোশ্যাল অ্যান্ড ইকোলজিক্যাল পার্টি) ক্লাবের চেয়ারম্যান হাকান গুরডু (Hakan Gördü) অনলাইন পোর্টাল Express.at এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, পবিত্র রমজান মাসে ভিয়েনা শহরের বৈচিত্র্য বাড়াতে ১০ নাম্বার ডিস্ট্রিক্ট উৎসবের রঙে সাজাতে চান।অনলাইন পোর্টালটি আরও জানায়, ২০০১সালে শেষ সরকারি সমীক্ষার পর থেকে অস্ট্রিয়ায় মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বড় কারন অভিবাসন।এছাড়াও বিডিনিউজ ইউরোপের সাথে ১০ নম্বর ডিক্ট্রিক্টের নির্বাচিত কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন জানান অষ্ট্রিয়া উদার পন্থি একটি গণতান্ত্রিক শান্তি প্রিয় একটি ইউরোপের দেশ এখানে সকল ধর্মাবল্বিদের যেমন পূর্ণমর্যাদা রয়েছে তেমনি মুসলমানদের সকল সুযোগ সুবিধা ও দিন দিন সুসংগঠিত করতে সরকার ততা আমরা জনপ্রতিনিধিরাও চেষ্টা করতেছি বলে এই তরুণ প্রজন্মের মেধাবী রাজনৈতিক নেতৃত্ব জানান।উল্লেখ্য মিষ্টার নয়ন অষ্ট্রিয়ার সরকার দলের ইয়াং পিপলস পার্টির কেন্দ্রীয় সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ