রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে শুক্রবার(১৭ মার্চ) এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও সিএনএন।পৃথকভাবে আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোয়ারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি বলে রাশিয়া সব সময় দাবি করে আসছে। আইসিসি শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে রয়টার্স। চলতি সপ্তাহের শুরুতেই রয়টার্স জানিয়েছিল,আন্তর্জাতিক অপরাধ আদালতে (InternationalCriminal Court) ইউক্রেনে সংঘাতের জন্য আদালতের তদন্তে গ্রেফতারি পরোয়ানা জারি করা
হতে পারে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২মার্চ/জই