সৌদিতে চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপে রোজা শুরু।সৌদি চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মতে সৌদি আরবের আকাশে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আজ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজানুল মোবারক।সৌদি আরবের হারামাইন শরীফাইনের নির্ধারিত সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে গতকাল ২১ মার্চ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার।এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। তাই চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সহ ইউরোপে ও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২মার্চ/জই