• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

গ্রিসে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সি সহ সভাপতি জসিম সম্পাদক জাহিদ নির্বাচিত

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

গ্রিসের বাংলাদেশ কমিউনিটির সপ্তম সাধারণ নির্বাচনে জনগণের বিপুল উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আনোয়ার জসিম জাহিদ পরিষদের দেওয়ান আনোয়ার হোসেন এথেন্স কেন্দ্রে ১৭৩৭ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৩৬৮ ভোট সহ সর্বমোট ২১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আল আমিন সিআইপি এথেন্স কেন্দ্রে ৫৮৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৩৩৯ ভোট সহ সর্বমোট ১৯২২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে দেওয়ান আনোয়ার হোসেন ১৮৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে জসীম উদ্দিন ময়নামতি এথেন্স কেন্দ্রে ২১৯৮ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪১৩ ভোট সহ সর্বমোট ২৬১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেপারী এম এইচ ফারুক মানোলাদা কেন্দ্রে ১১৯০ ভোট ও এথেন্স কেন্দ্রে ২৫৩ ভোট সহ সর্বমোট ১৪৪৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। জসীম উদ্দীন ময়নামতি ১১৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সাধারণ সম্পাদক পদে:
এইচএম জাহিদুল ইসলাম এথেন্স কেন্দ্রে ১৬৮৯ ও মানোলাদা কেন্দ্রে ৬৯৪ ভোট সহ সর্বমোট ২৩৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী এথেন্স কেন্দ্রে পেয়েছেন ২০৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১১০৬ ভোট সহ সর্বমোট ১৩০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এইচএম জাহিদুল ইসলাম ৯৭৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য ১৯ মার্চ রবিবার সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পাসপোর্ট প্রদর্শনপূর্বক উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। টুকিটাকি ঝামেলা ছাড়া নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশের সম্পন্ন করা সম্ভব হয়েছে।এ জন্য গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম তিনটি পদ গণনা ও ঘোষণা করা হলেও অবশিষ্ট পদগুলোর সকল ভোট সহ ব্যালেট বক্স বাংলাদেশ দূতাবাসে সংরক্ষণ করে রাখা হয়েছে। খুব শীঘ্রই এই ভোট গণনা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এথেন্সের ভোট কেন্দ্রটি গ্রিক কর্তৃপক্ষের সাথে যেই শর্তে বরাদ্দ নেওয়া হয়েছিল পরদিন সকাল ১১ টায় সময় শেষ হয়ে যাওয়াতেই অবশিষ্ট পদ গুলো গণনা করা সম্ভব হয়ে ওঠেনি। সে কারণেই দূতাবাসে ব্যালেট বক্স গুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নতুন সময় নির্বাচন কমিশন নির্ধারণ করে খুব শীঘ্রই ভোট গণনা করে পূর্ণাঙ্গ প্যানেলের ফলাফল ঘোষণা করবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।

কোন প্রার্থী কত ভোট পেল:

সভাপতি পদের সামারি:

দেওয়ান আনোয়ার হোসেন এথেন্স কেন্দ্রে ১৭৩৭ ভোট মানোলাদা কেন্দ্রে ৩৬৮ ভোটসহ সর্বমোট ২১০৫ ভোট।

শেখ আল আমিন সিআইপি এথেন্স কেন্দ্রে ৫৮৩ ভোট মানোলাদা কেন্দ্রে ১৩৩৯ ভোট সহ সর্বমোট ১৯২২ ভোট।

মোহাম্মদ মোতাব্বির হোসেন এথেন্স কেন্দ্রে ৮৭০ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪২২ ভোট সহ সর্বমোট ১২৯২ ভোট।

মিজানুর রহমান আলফা এথেন্স কেন্দ্রে ৮৯২ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৬৩ ভোট সহ সর্বমোট ১০৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদের সামারি:

এইচএম জাহিদুল ইসলাম এথেন্স কেন্দ্রে ১৬৮৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৬৯৪ ভোট।

জাফর আলী এথেন্স কেন্দ্রে ২০৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১১০৬ ভোট সহ সর্বমোট ১৩০৯ ভোট।

আব্দুর রাজ্জাক টিটু এথেন্স কেন্দ্রে ৯৭৮ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৩২৮ ভোট সহ সর্বমোট ১৩০৬ ভোট।

দাদন মৃধা এথেন্স কেন্দ্রে ১১২৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৩৪ ভোট সহ সর্বমোট ১২৬৩ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদের সামারি:

জসীম উদ্দিন ময়নামতি এথেন্স কেন্দ্রে ২১৯৮ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪১৩ ভোট সহ সর্বমোট ২৬১১ ভোট।

বেফারী এম এইচ ফারুক এথেন্স কেন্দ্রে ২৫৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১১৯০ ভোট সহ সর্বমোট ১৪৪৩ ভোট।

হাফেজ আহমেদ এথেন্স কেন্দ্রে ১০০০ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৭৫ ভোট সহ সর্বমোট ১১৭৫ ভোট।

জসীমউদ্দীন সিলেট এথেন্স কেন্দ্রে ৪৩৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪৬২ ভোট সহ সর্বমোট ৯০১ ভোট।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ