• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মালয়েশিয়ায় অভিবাসী বৈধকরণ ‘রিক্যালিব্রেশন-২.০’ প্রোগ্রামে নিবন্ধিত ২ লাখ

ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

মালয়েশিয়ায় অভিবাসী বৈধকরণ ‘রিক্যালিব্রেশন-২.০’ প্রোগ্রামে নিবন্ধিত ২ লাখ। মালয়েশিয়ার অবৈধ অভিবাসী বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ২.০’। এর আওতায় এখন পর্যন্ত প্রোগ্রামের আওতায় মোট ২০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে বাংলাদেশিসহ প্রায় ২ লাখ অভিবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. শামসুল আনোয়ার নাসারাহ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মার্চ) দেশটির পার্লামেন্ট ‘দেওয়ান রাকায়েত’-এর অধিবেশনে পেরিকতান ন্যাশনাল নেতা জাহারি কেচিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপমন্ত্রী এসব তথ্য দেন।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক নোটিশে জানানো হয়েছে, চলতি বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে কালো তালিকাভুক্তরা অথবা নিয়োগকর্তা কর্তৃক কোম্পানি থেকে অবৈধ হওয়ার রিপোর্ট থাকলে ওইসব শ্রমিক ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে বৈধতার জন্য অংশ নিতে পারবেন না। ‘রিক্যালিব্রেশন ২.০’ কর্মসূচিতে নথিভুক্ত হতে একজন অভিবাসীর ব্যয় হবে প্রায় ৪ হাজার রিঙ্গিত।

২ লাখ অভিবাসী শ্রমিকের মধ্যে নির্মাণ খাতে ৫৫ শতাংশ, সেবা খাতে ২৮ শতাংশ, উৎপাদন খাতে ৬ শতাংশ, কৃষি খাতে ৬ শতাংশ এবং বৃক্ষরোপন খাতে ৫ শতাংশ শ্রমিক বৈধ হওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন। এ পাঁচটি খাতে বাংলাদেশসহ ১৫টি দেশের অবৈধ অভিবাসী কর্মীরা বৈধতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্তসাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া ‘রিক্যালিব্রেশন ১.০’ কর্মসূচির আওতায় ৩০ হাজার ১৩৭ জন নিয়োগকর্তার মাধ্যমে প্রায় ৪ লাখ ১৮ হাজার ৬৪৯ জন অবৈধ অভিবাসী নথিভুক্ত হয়। এসব বিদেশি অভিবাসীদের বৈধকরণ কর্মসূচির মাধ্যমে কম্পাউন্ড চার্জ, ভিসা লেভি চার্জ, ভিসা স্টিকার ও প্রসেস ফি বাবদ মালয়েশিয়া সরকারের ৭১৫ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আয় হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. শামসুল আনোয়ার নাসারাহ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ