গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ সমন্বয় কমিটির সৌজন্য সাক্ষাৎ।গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাৎকার করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ – সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে পূর্ব নির্ধারিত এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ইউরোপের ১৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল নেতাকর্মী ও নেত্রীগন তাঁদের পরিচিতি সহ নিজ নিজ বক্তব্য রাখেন।অষ্ট্রিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা বকতিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দীর্ঘসময় বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। সাধারণ সম্পাদক রানা বকতিয়ার তার বক্তব্যে ভিয়েনার সার্বিক পরিস্থিতি এবং ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়াত সভাপতি শাহ্ মুহাম্মদ ফরহাদ ও মজনু আজাদ সহ সকল নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ না পাওয়ার দুঃখ প্রকাশ করেন।
অস্ট্রিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা
বকতিয়ার প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হয়ে তার
বক্তব্য ও সাক্ষাৎকারটিকে তার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব লিংকন মোল্লাও ইউরোপের বর্তমান প্রেক্ষাপট ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একঘন্টা সময় নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন।
ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, সাবেক এম.পি মহোদয়ের সাথেও এক সৌজন্য সাক্ষাত করেন।
ইউরোপ থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ লিংকন মোল্লা, সমন্বয়ক হাসনাত মিয়া (জার্মানি) ও সমন্বয়ক রানা বখতিয়ার (অস্ট্রিয়া) ও সমন্বয়ক রেহান উদ্দিন দুলাল (ইতালি)।
সাক্ষাৎকার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ
থেকে ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃবৃন্দকে
আপ্যায়ন করা হয়।অষ্ট্রিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি/জই