• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপে কত প্রাইজমানি পাচ্ছেন

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপে কত প্রাইজমানি পাচ্ছেন ।শুধুই তিন যুগ তথা ৩৬ বছরের আক্ষেপ ঘোচানো অর্জন কিংবা বিশ্বের সেরা ফুটবলারের শ্রেষ্ঠত্ব অর্জনের গল্প নয়, নয় শুধুই পাঁচ কেজি স্বর্ণ মুড়ানো শিরোপা বরং আরো বেশি কিছু নিয়েই দেশে ফিরবেন লিওনেল মেসি৷১৮ ক্যারেটের পাঁচ কেজি স্বর্ণ মেশানো শুধুই শিরোপা নয়, কিংবা ইতিহাস গড়া মেসির দ্বিতীয় গোল্ডেন বল নয়, নয় শুধুই এমিলিয়ানো মার্টিনেজের গোল্ডেন গ্লাভস কিংবা টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে নিয়েই দেশে ফিরছেন না মেসিরা বরং সাথে নিয়ে আসছে বিশাল অঙ্কের প্রাইজমানিও।

ফিফার তথ্যমতে, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। বেশ মোটা অঙ্কের প্রাইজমানি নিয়ে দেশে ফিরবে আলবিসেলেস্তারা। বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পাবে চার কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। যা গত ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চপ্রাইজমানির চেয়েও ৪০ মিলিয়ন ডলার বেশি!

শিরোপার ছোঁয়া না পেলেও একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না ফ্রান্সকেও। বিশাল অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন এমবাপ্পেরাও। রানার্সআপ দল হিসেবে ফরাসিরা পাচ্ছে তিন কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশী টাকায় যা প্রায় ৩২০ কোটি টাকা।

তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার। যা প্রায় ২৮২ কোটি টাকা। আর চতুর্থ স্থানে থাকা মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৬১ কোটি টাকা। তাছাড়া পুরস্কার পেয়েছে বিশ্বকাপ খেলতে আসা প্রতিটি দল।

কাতার বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ :
চ্যাম্পিয়ন : প্রায় ৪৩৪ কোটি টাকা।
রানার্সআপ : প্রায় ৩২০ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী দল : ২৮২ কোটি টাকা।
চতুর্থ স্থান অর্জনকারী দল : ২৬১ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল খেলা দল : ১৭৭ কোটি টাকা।
নকআউট পর্বে যাওয়া দল : ১৩৫ কোটি টাকা।
গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল : ৯৪ লাখ টাকা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ