জাল কাগজ তৈরিকারী এক পাকিস্তানী নাগরিককে গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়া থেকে গ্রেফতার করেছে গ্রিক পুলিশ।দীর্ঘদিন যাবৎ ওমোনিয়ায় বসে বিভিন্ন দেশে জাল পাসপোর্ট এবং রেসিডেন্স পার্মিট তৈরী সহ পোস্ট অফিসের মাধ্যমে অভিবাসন সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস পাচারকারী এক পাকিস্তানীকে ইউরোপোলের সহযোগীতায় গ্রেফতার করেছে গ্রিক পুলিশ। তার বিরুদ্ধে এ ছাড়াও মানব পাচার সহ মাদক মামলা রয়েছে। কয়েকবার জেলও খেটেছে কিন্তু তার পিছনে অনেক শক্তিশালী কোন ব্যক্তি বা দলের সমর্থন রয়েছে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা,যার ফলে সে গ্রেফতার হওয়া সত্ত্বেও ছাড়া পেয়ে যাচ্ছে ।
একটি চক্র ইউরোপের বিভিন্ন দেশে জাল নথি তৈরীর কাজ করছে এবং গ্রিসে এই পাকিস্তানির মাধ্যমে বাজারজাত করছে ,এই রকম প্রমান পাওয়া গেছে।গ্রীস , ইতালি, স্পেন, পর্তুগাল এবং অস্ট্রিয়াতে এই ধরণের জাল কাগজ পত্র ব্যবহার হচ্ছে বলে মনে করছে পুলিশের ঊর্ধতন কর্মকর্তা। এখন থেকে পুলিশ তল্লাশি আরো জোরদার করা হবে ,যার কারণে হয়তো এখন কারো কাছে যদি অরিজিনাল কোন কাগজ থাকেও , সে ডকুমেন্টস জাল মনে করে পুলিশ থানায় নিয়ে যেতে পারে। যদি কাগজ সঠিক হয় ছেড়ে দেয়া হবে আর যদি নকল বা জাল হয় আদালতে সোপর্দ করা হবে।
এতটাই নিখুঁতভাবে সে কাগজগুলো তৈরী করতো ,যা স্বাভাবিক চোখে ধরার বা বুঝার কোন উপায় নেই।ধারণা করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ সহ যুক্তরাস্ট্র থেকেও অনেকে তাকে সহায়তা করছে। তার কাছে বেশ কিছু আমেরিকান ডলার সহ বিভিন্ন মানিগ্রামের কাগজ পত্র পাওয়া গেছে। কুরিয়ার কোম্পানির মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস পত্রের সাথে এই রকম জাল কাগজ পত্র পাঠাতো বলে আসামি পুলিশের কাছে জবান বন্ধি দিয়েছে।পুলিশের তদন্ত অনুসারে গত দুই মাসে অভিযুক্তরা ৩৩টিরও বেশী ডাক-পার্সেল পাঠিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে ।
ওমোনিয়ার বাসায় তল্লাশি করে ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, সুইডেন এবং গ্রীসের “আদিয়া পরামনি” বা রেসিডেন্স পার্মিট ” সহ , ৫টি পাকিস্তানি ,২টি ভারতীয় পাসপোর্ট এবং ১৭টি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। ইতালির কনস্যুলার ভিসা ,কানাডার ভিসা সহ গ্রীসের ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে তার কাছে , পুলিশ সন্দেহ করছে তার সাথে থাকা বা দলের লোকজন অসহায় প্রবাসীদের প্রতারিত করছে। এই ধরণের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার অনুরোধ করেছেন গ্রিসের স্থানীয় প্রশাসন।
সূত্র : গ্রিক পুলিশ (ইউরোপোল) অনুবাদ জাকির হোসেন চৌধুরী মুন্না।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯নভেম্বর/জই