• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

উরুগুয়েকে হারিয়ে পর্তুগালের পরবর্তী রাউন্ড নিশ্চিত

কবির আহমেদ ইন্টারন্যাশনাল ক্রীড়া ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

উরুগুয়েকে হারিয়ে পর্তুগালের পরবর্তী রাউন্ড নিশ্চিত।কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রত্যাশি পর্তুগাল ২ খেলায় জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে নক-আউট পর্ব নিশ্চিত।গতকাল সোমবার (২৮ নভেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের এইচ গ্রুপের খেলায় বর্তমান সময়ের ইউরোপের সুপারস্টার খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলের জয়লাভ করেছে।পর্তুগাল প্রথম খেলায় ঘানার বিপক্ষে জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটা সহজ করে রেখেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গতকাল উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় খেলায় ২-০ গোলের জয় পেয়েছে পর্তুগিজরা। এতে দুই ম্যাচে দুই জয় নিয়ে নক-আউট পর্ব নিশ্চিত করল পর্তুগাল। অন্যদিকে এক হার ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে উরুগুয়ে।

গতকাল সোমবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও উরুগুয়ে।
খেলার প্রথম থেকেই উভয় দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা খেলা। শেষমেষ ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে সুয়ারেজ কাভানিদের ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল।

খেলার শুরু থেকেই বল নিজেদের দখলে নিয়ে এগিয়ে থাকা পর্তুগাল বেশ কয়েকটি আক্রমণ চালায় উরুগুয়ের দিকে। যদিও খেলার পুরো প্রথমার্ধে একটি শটও গোলমুখে নিতে পারেনি পর্তুগাল। উরুগুয়ের শক্তিশালী রক্ষণভাগ পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড়দের বেশ ভুগিয়েছে। উরুগুয়ের রক্ষণভাগে গেলেই বল হারিয়ে ফেলে তারা। ৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে আলোচিত এবং গোলের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন বেনতানচুর। মাতিয়াস বেসিনোর পাস ধরে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নেন বেনতাচুর। সেই শট অবশ্য ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। গোলটি হলে হয়তো এবারের বিশ্বকাপের সেরা গোলের তকমা পেত।

আর উরুগুয়েও এবারের বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেতো। কিন্তু তার ভাগ্যের মতো উরুগুয়ের ভাগ্যও বদলায়নি। এতে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বেনতাচুর। বিরতির আগে গোলের উদ্দেশ্যে পর্তুগাল আটটি ও উরুগুয়ে চারটি শট নেয়, তার মধ্যে কেবল বেন্তানকুরের ওই চেষ্টাই লক্ষ্যে ছিল।

প্রথমার্ধের বিরতির পর খেলার ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করেন সুপারস্টার রোনালদো। যদিও পরে জানা যায় রোনালদো মাথা আস।লে বলে লাগেনি। ফলে গোলটি যোগ হয় ব্রুনো ফার্নান্দেজের নামে।

গোল খেয়ে তা শোধে মরিয়া চেষ্টা দেখা যায় উরুগুয়ের খেলায়।বদলি হিসেবে সুয়ারেজকে নামিয়ে দেন কোচ। উরুগুয়ের খেলায় আরও ঝাঁজ বাড়ে। একের পর এক আক্রমণ চালায়। যদিও গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।

উল্টো খেলার ৯০ মিনিটে আবারও গোল খেয়ে বসে উরুগুয়ে। নিজেদের বক্সে বক্সে ট্যাকল করতে গিয়ে হাতে বল লাগে জিমেনেজের। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।

উরুগুয়ের একাদশ:
সের্গিও রোচে, হোসে গিমিনেজ, দিয়েগো গডিন, সেবাস্তিয়ান কোয়েতস, গুইলেরমো বারেলা, মাতিয়াস অলিভিয়েরা, রড্রিগো বোন্তাঙ্কুর, ফেডেরিকো ভালভার্দে, মাতিয়াস ভেসিনো, ডারউইন নুনেজ, এডিনসন কাভানি।

পর্তুগাল একাদশ:
দিয়োগো কোস্তা, জোয়াও ক্য়ান্সেলো, পেপে, রুবেন দিয়াজ, নুনো মেন্ডেস, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্ডেজ, উইলিয়াম, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ