• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে দোহার ঐক্য পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : Kamis, ১ সেপ্টেম্বর, ২০২২

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে দোহার ঐক্য পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত।ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে ইতালি প্রবাসী দোহারবাসীদের নিয়ে গঠিত দোহার ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন রোম শহরের অদূরে পিকনিক স্পট তেরনিতে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় বাংলাদেশীদের এক মিলন মেলায়।এ সময় তেরনির পানি আর প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থানে বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি সহ বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।

দোহার ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট ও শাহজাহান কাজী, জাকির আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নজরুল খান, সংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের আমন্ত্রণে‌ দোহারবাসী ছাড়াও বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক শেখ সোহেল, প্রধান উপদেষ্টা টুটুল মৃধা, উপদেষ্টা দীন ইসলাম, মোশারফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মাহবুব আলম, সালাদিন মোড়ল মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রইস উদ্দিন রাকিব সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিরব, সোহাগ, মির্জা, বাশার, রবিন, সাদ্দাম সহ রোমের অঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বনভোজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে বনভোজন আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়। পাশাপাশি কর্মব্যস্ততা মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ সময় এরকম আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান

দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রবাসীদেরকে গানে ও‌ নাচে মাতিয়ে রাখেন রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী রাসেল সহস্থানীয় শিল্পী বৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১সেপ্টম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ