• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • Bengali BN English EN French FR Greek EL
শিরোনাম
আগামী সোমবার জার্মানিতে পরিবহন ধর্মঘট ভোলায় তীব্র গরমে অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলাবাসী রোমানিয়ার সীমান্তে আবারো বাংলাদেশি আটক ২৩ স্লোভেনিয়া সীমান্তে ইতালির ‘অভিবাসী বিরোধী’ ক্যামেরা দিয়ে নজরদারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তারাবীহ নামাযের ফজীলত ও প্রয়োজনীয় কিছু মাসআলা গ্রিসে জাতির পিতার জন্ম দিন এবং জাতীয় শিশু দিবস- ২০২৩ উদ্‌যাপন সৌদিতে চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপে রোজা শুরু গ্রিসে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সি সহ সভাপতি জসিম সম্পাদক জাহিদ নির্বাচিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আবারও সুদের হার বাড়াল
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

গ্রিসে দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রধান আহ্বায়ক হলেন আব্দুর রাজ্জাক টিটু

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

গ্রিসের একমাত্র বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক দোয়েল সংস্কৃতিক সংগঠন। এই সংগঠনটি গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বেড়ে ওঠা সন্তানদের জন্য বাংলাদেশি সংস্কৃতির বাতিঘর হিসেবে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন থেকে। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে প্রতি দুই বছর অন্তর তাদের নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এক একটি পরিষদ গঠিত হয় এবং এই পরিষদের নেতৃত্বেই গ্রিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশী গান নৃত্য সর্বোপরি সংস্কৃতিকে তুলে ধরে রাখে ভিন্ন জাতি গোষ্ঠীর সামনে।আব্দুর রাজ্জাক টিটু একইভাবে তাদের নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান আহ্বায়ক নির্বাচিত হলেন।

কে এই আব্দুর রাজ্জাক টিটু:

মোহাম্মদ আব্দুর রাজ্জাক টিটু পিতা মৃত হাজী আলী আহমেদ মৈষাণ, মাতা আছিয়া খাতুন, জেলা কুমিল্লা থানা বুড়িচং, পোস্ট ময়নামতি গ্রাম শাহ দৌলতপুর ।১৯৭১ সালের ৯ই জুলাই তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি উচ্চশিক্ষিত মার্জিত সাংস্কৃতিক মনা , গান ও অভিনয় কে তিনি হৃদয়ে লালন করেন। যে কোন গ্রীস প্রবাসীর কঠিন সময়ে পাশে থাকা একজন প্রবাসী বাংলাদেশী।তিনি একজন ব্যবসায়ী ও ভালো মানের গ্রীকি খুজিনার একজন কুকার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। নুরজাহান বেগম শিউলি কে তিনি জীবনসঙ্গী হিসেবে সাথে নিয়ে চলছেন তাদের দাম্পত্য জীবনে নুসরাত জাহান স্নেহা নামে একজন মেয়ে সন্তান রয়েছে।

কে বা কারা কখন দোয়েল সাংস্কৃতি সংগঠন প্রতিষ্ঠা করেন:
বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ২০০৩ সালে গ্রিসে বসবাসরত কয়েকজন সাংস্কৃতিক মনা ব্যক্তিবর্গের সমন্বয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সেই কয়েকজন প্রতিষ্ঠাতার মধ্যে মোঃ আব্দুর রাজ্জাক টিটো হচ্ছেন অন্যতম। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সাধারণ সদস্য থেকে পর্যায়ক্রমে সংগঠনের সব কটি পদ অতিক্রম করে তিনবারের সাবেক সাধারণ সম্পাদক, একবারের সাবেক সভাপতি এবং বর্তমানে প্রধান আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

আব্দুর রাজ্জাক টিটুর কৃতজ্ঞতা প্রকাশ:

বহু বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশী তরুণ প্রজন্মের সংস্কৃতির একমাত্র বাতিঘর এই দোয়েল সাংস্কৃতিক সংগঠনকে যারা বিভিন্ন সময় মেধা, বুদ্ধি, শ্রম, অর্থের বিনিময় এই সংগঠনটিকে আজ পর্যন্ত ধরে রেখেছেন এবং যারা বিভিন্ন সময় তাকে বিভিন্ন পদে পদায়ন করেছেন সকলের প্রতি, সর্বোপরি মহান আল্লাহ পাকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিভিন্ন মহলের অভিনন্দন জ্ঞাপন: গ্রিসের একমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রধান আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আব্দুর রাজ্জাক টিটুকে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও দোয়েল একাডেমীর পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। গ্রিসের একমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে দোয়েল সাংস্কৃতিক সংগঠনের যিনি প্রধান নির্বাচিত হবেন তিনি পদাধিকার বলে গ্রীস প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম সংগঠন গ্রিক- বাংলা প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হয়ে থাকেন। তারি ধারাবাহিকতায় গ্রিক- বাংলা প্রেসক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধান আহ্বায়ক আব্দুর রাজ্জাক টিটুকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
এছাড়াও বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দিত করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ