গ্ৰিসে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক আনার যে চুক্তি এবং পাঁচ বছর গ্ৰিসে বসবাসকারীদের বৈধতা দেওয়ার আইন আজ সংসদে উপস্থাপন ও বিল পাস”।বাংলাদেশ ও গ্ৰিস সরকারের সাথে গত বছর কৃষি শ্রমিক আনার জন্য যে চুক্তিটি হয়েছিল তা আজ গ্ৰিক সংসদে গ্রীসের অভিবাস এসাইলাম মন্ত্রী উত্থাপন করে এবং বিল পাস হয়।বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক অনুমোদনের মাধ্যমে নিয়ম নির্ধারণ করে। শ্রমবাজারের জন্য একটি দক্ষতা সনদ তৈরি করে এবং ধীরে ধীরে অবৈধ অভিবাসনের কারণগুলি দূর করার জন্য ভোটাভুটি ও প্রবন্ধগুলি এবং খসড়া আইনের পুরো অংশ সংসদে উত্থাপন করেন।
১▶️ বাংলাদেশ থেকে প্রতিবছর ৪ হাজার কৃষি শ্রমিক আনা হবে।
২▶️ ৯ মাস গ্রিসে কাজ করবে এবং বাকি ৩ মাস বাংলাদেশ ফেরত যেতে হবে।
৩▶️ এ কাজে আসা শ্রমিকগণ ইউরোপের অন্য কোথাও ভ্রমন করতে পারবেনা বাংলাদেশ ছাড়া।
৪▶️ পাঁচ বছর পর তার এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
৫▶️ এ ভিসার আওতাধীন শ্রমিকগণ তার ফ্যামিলি সন্তান এদেশে আনিতে পারবেন না।
৬▶️ এর আইন অমান্য করিলে পরবর্তী বছরে আর নবায়ন হবে না।
৭▶️ যেকোনো মালিক এফকা (εφκα) থেকে অনুমোদিত আছে সে সব কৃষক কৃষি কাজে শ্রমিক আনার জন্য আবেদন করিতে পারবে।
৮▶️ গ্রিসে যে সকল বাংলাদেশী প্রবাসীরা পাঁচ বছরের ডকুমেন্ট আছে তারা এ আইনে আবেদন করে বৈধতা নিতে পারবে।
৯▶️ পাঁচ বছরের ডকুমেন্ট দিয়ে যারা এই দেশের বৈধতা নিবে তাদেরকে ওই শ্রমিক আইনের অনুযায়ী চলতে হবে।
১০▶️ পাঁচ বছরের ডকুমেন্ট দিয়ে বৈধ হওয়ার পর তাদের নয় মাস গ্রিসে থাকবে এবং বাকি তিন মাস বাংলাদেশে অবস্থান করতে হবে।
বি:দ্র: কয়েক দিনের ভিতরে গেজেট আকারে প্রকাশ হবে এবং কার্যক্রম শুরু হবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২জুলাই/জই