• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

গ্রীসের এস্যাইলাম সার্ভিসের নবায়ন,ইন্টারভিউ,এ্যাপায়নমেন্ট ও আপীল আপডেট”

মোহাম্মদ অলিউর রাফি অভিবাসন বিশেষজ্ঞ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

“লকডাউনে গ্রীসের এস্যাইলাম সার্ভিসের রেণু,ইন্টারভিউ,এ্যাপায়নমেন্ট ও আপীল আপডেট”

গ্রীসের দ্বিতীয় দফা লকডাউন চলাকালীন(যা কমপক্ষে ৩০ নভেম্বর অবধি চলবে)এস্যাইলাম সার্ভিস খুব সীমিত আকারে তাদের সেবা পরিচালনা করবে।

এস্যাইলাম কর্তৃপক্ষ থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী করোনা মহামারীতে চলমান লকডাউনে তাদের পরিষেবা সমূহ নিম্নে তুলে ধরা হলো:

-যাদের আশ্রয়ের সাক্ষাৎকার/ইন্টারভিউয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে তাদের সাক্ষাৎকার স্বাভাবিকভাবেই নেওয়া হবে।সুতরাং আপনার এস্যাইলাম কেসের ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকলে,আপনাকে সঠিক সময়ে অবশ্যই এস্যাইলাম অফিসে উপস্থিত হওয়া লাগবে।

-স্কাইপের মাধ্যমে গ্রীসে আশ্রয়ের আবেদন করার জন্য স্কাইপ কল আগের মতই স্বাভাবিকভাবে চালু আছে।সুতরাং আপনি যদি আশ্রয়ের জন্য আবেদন করতে চান তবে,আশ্রয় পরিষেবার স্কাইপ লাইনে সাপ্তাহিক সময়ানুযায়ী ভিডিও কলের মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে পারবেন।স্কাইপের সময়সূচি সম্পর্কে বিস্তারিত নিচের লিংক থেকে জেনে নিন:

অন্যান্য সমস্ত সমস্যার জন্য আপনাকে এস্যাইলাম অফিসের সাথে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।বর্তমান করোনা মহামারীতে,আপনার অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আপনাকে এস্যাইলাম অফিসে প্রবেশ করতে দেওয়া হবে না।নিম্নের লিংকে ক্লিক করে এস্যাইলাম অফিসে যাওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে:
https://applications.migration.gov.gr/apps/appointment-applications/create?locale=en.
(অনলাইনে নতুন এ্যাপায়নমেন্ট নিজে,নিজে নিতে না পারিলে যেকোন লগিস্ত্রির পরামর্শ নিবেন)

-যাদের এস্যাইলাম কার্ডগুলি প্রত্যাখাত/প্রাথমিক রিজেক্ট করা হয়েছে কেবলমাত্র তাদেরকে প্রত্যাখ্যাত সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন/আপীল করার জন্য পুনরায় এস্যাইলাম অফিসে যেতে কোন ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।

এস্যাইলাম অফিসের সাথে ইতিমধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকলে আপনাকে অবশ্যই যাওয়া লাগবে।

করোনার জন্য যদি এস্যাইলাম সার্ভিসের রেনু বা অন্যান্য সেবাসমূহ বাতিল বা এক্সটেনশন করা হয়ে থাকে তবে, তারা আপনাকে এই বিষয়ে অবিহিত করবে অন্যতায় আপনার অনুপস্থিতিতে এস্যাইলাম সার্ভিস যেকোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে।সুতরাং,যদি আপনার সাদা কার্ড পুনর্নবীকরণের জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টটি এস্যাইলাম কর্তৃপক্ষ দ্বারা বাতিল করা হয়েছে বলে অবহিত না হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট সময়ে যাওয়া উচিত।

করোনা পরিস্থিতি বা পরিবহন সমস্যায় যদি আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট সময়ে আশ্রয় পরিষেবাতে যেতে অক্ষম হন,তাহলে নির্ধারিত সময়ের আগেই আশ্রয় অফিসকে এ বিষয়ে অবহিত করতে হবে।এক্ষেত্রে আপনার পরিচিত কোন আইনজীবী,এনজিও অথবা যেকোন সমাজকর্মীর সাথে এই ব্যাপারে আলোচনা করে পরামর্শ নিতে পারেন।

লকডাউনের কারণে আপনাকে বাসা থেকে বের হওয়ার জন্য বিশেষ অনুমতি প্রয়োজন।এসএমএসের মাধ্যমে এই বিশেষ অনুমতি নিতে হয়।নিম্নের লিংকে ক্লিক করে আপনি এই অনুমতি নেওয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
https://www.mobileinfoteam.org/corona-sms

মনে রাখবেন,আশ্রয় অফিসে যাওয়ার জন্য, আপনাকে ৩ নম্বর অপশনে এসএমএস পাঠাতে হবে।এবং এস্যাইলাম অফিসে যাওয়ার সময় আপনার সাক্ষাৎকার বা রেনুর জন্য এ্যাপায়েন্টমেন্ট প্রমাণ সাথে রাখতে হবে।উদাহরণ হিসাবে এস্যাইলাম অফিসের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা তাদের ইমেইল এর স্ক্রিনশট সাথে রাখতে পারেন।

পথিমধ্যে যদি পুলিশ আপনাকে বাধাগ্রস্ত করে,দয়া করে আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রমাণ হিসাবে তাদের এসএমএসটি দেখান,অন্যথায় আপনাকে ৩০০ ইউরো জরিমানা করা হতে পারে।

(মনে রাখবেন,এস্যাইলাম কর্তৃপক্ষের মৌখিক ঘোষণা অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত সকল মেয়াদহীন এস্যাইলাম কার্ড গুলিকে আগামী ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত অটো রেণু করা হয়েছে।সে হিসেবে আপাতত কারো এস্যাইলাম কার্ড রেণু হচ্ছেনা।এস্যাইলাম অফিসে যাদের এ্যাপায়নমেন্ট আছে কেবল তারাই যেতে পারবেন)

যেহেতু ফেব্রুয়ারীর এক্সটেনশনটির লিখিত কোন নোটিশ পাওয়া যায়নি সে হিসেবে ইন্টারভিউ+আপীল+নতুন কার্ড গ্রহন সহ রেণু করার জন্য যাদের তারিখ চলে আসতেছে মূলত তাদের সবারি সময়মত উপস্থিত হওয়া উচিৎ।অবশ্য সবাই নিজ,নিজ শহরের এস্যাইলাম অফিসে ইমেইল করে পুনরায় এ বিষয়ে কনফার্ম হয়ে নিতে পারেন অন্যতায় আপনারা অনলাইনে একটি নতুন এ্যাপায়েন্টমেন্ট বুক করে নিবেন।

নিচের লিংকে এস্যাইলাম কার্ডের কেস নাম্বার লিখে সার্চ দিয়ে জেনে নিন আপনার এক্সটেনশন পরবর্তী কার্ডের মেয়াদ বাড়ানোর তারিখ:

https://apps.migration.gov.gr/applicant-card-rv/search.

এস্যাইলাম কার্ডয়ের পরবর্তী রেনুর তারিখ জানতে আমাদের ভিডিও দেখে আসুন নিচের লিংকে ক্লিক করে:

গ্রীসের সকল এস্যাইলাম অফিসের ইমেইল এড্রেস জানতে নিচের লিংকে ক্লিক করুন:

বিডিনিউজ ইউরোপ/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ