পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক বায়েজিদ কে সিআইডি গ্রেফতার করেছে। টিকটকার বায়েজিদের পরিণতি:-
উদ্দেশ্য প্রণোদিতভাবে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা বায়েজিদকে আটক করেছে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পদ্মার উত্তর পাড় থানাকে।
কি আছে- ১৫ এর ৩ ধারায়:
অন্তর্ঘাতমূলক কাজ যেমন রেলপথ, ঝুলন্ত রজ্জু পথ, রাস্তা, খাল, সেতু-কালভার্ট, বাঁধ-সেতু, বন্দর, ডকইয়ার্ড, বাতিঘর, বিমান ঘাঁটি, টেলিগ্রাফ লাইন বা খুঁটি বা টেলিভিশন বা বেতার প্রতিষ্ঠানের সম্পদের কার্যক্ষমতা ব্যাহত করা অথবা সম্পদগুলির ক্ষতি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি অনৈতিক কাজ করতে পারবে না- যদি করেন তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩) ধারায় অভিযুক্ত করা হবে।
এ অপরাধের শাস্তি কি-
যদি কোন ব্যক্তি এই ধারার কোন বিধানের লংঘন করে তাহলে মৃত্যুদন্ড, যাবজ্জীবন অথবা চৌদ্দ বছর পর্যন্ত যে কোন মেয়াদে কারাদন্ড হবে সেইসাথে তাকে অর্থদন্ডেও দন্ডিত করা যাবে।
বিশেষজ্ঞ মহলের মতে এটি পদ্মা সেতুর ক্ষেত্রে কোন ভাবে মানন সই নহে। আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ একটি সেতু সেখানে জনগণের এমন আচরণ সত্যিকার অর্থেই ভালো লক্ষণ নই বলে বিষ্ময় প্রকাশ করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭জুন/জই