ভোটাধিকারের দাবিতে গণমানুষের জাগরণের ডাক গণসংহতি আন্দোলনের।”ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক কর্তব্য। সেই লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমাদের দল কাজ করে যাচ্ছে। গ্রাম থেকে শহর সর্বত্র ভোটাধিকারের দাবিতে গণমানুষের জাগরণ এখন সময়ের দাবি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আমরা সেই ডাক দিচ্ছি।”গণসংহতি আন্দোলনের প্রথম কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট আবদুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও স্মরণ সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়।
১১ জুন ২০২২, শনিবার, বিকেলে গণসংহতি আন্দোলন, আদিতমারী উপজেলা কমিটির আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক রায় আরো বলেন, বীরমুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম গণমানুষের মুক্তির লড়াইয়ে আজীবন কাজ করে গেছেন। গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের এক নাম হচ্ছে জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম!
সভায় আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট শহরের সংস্কৃতি সংগঠক ও কবি কাব্য রাসেল, গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার আহবায়ক আজাদ লিমটন।
সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২জুন/জই