ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে বার কাউন্সিলের নিবার্চন সম্পন্ন হয়েছে।দেশ জুড়ে বার কাউন্সিলের সদস্য নির্বাচনে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বিচারকদের তত্ত্বাবধানে ঝালকাঠি আইনজীবী সমিতির ১৩৫ জন ভোট প্রদান করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা সহ-অবস্থানে থেকে শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন করা হয়েছে।
বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড আব্দুল মান্নান রসুল জানান, ঝালকাঠি জেলায় ১৬০ জন আইনজীবীদের মধ্যে ভোটার ১৩৫ জন ভোট দিয়েছে। তবে শান্তিপূর্নভাবেই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে এবং গনণা শেষে বার কাউন্সিলে ফলফল প্রেরণ করা হবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২জুন/জই