গ্ৰিসে চিরুনি (স্কুপা) অভিযান দারুণ উগ্নি প্রবাসীরা
বাংলাদেশ দূতাবাস , বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশের বিভিন্ন সংগঠন, লীগ, দল , ফোরাম, ঐক্য পরিষদ ,অ্যাসোসিয়েশন, চেম্বার, সমিতি, ফোরাম, গ্ৰিক বাঙালি সমাজে নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিভাগ নেতা হ য ব র ল যাদেরকে প্রটোকল মেনটেন করে আমাদের বাঙালি সমাজে চলতে হয় নামের আগে-পিছে হলে হয় মারামারি চেয়ারে বসার ডানে বামে একটু দূরে হলে হয় হাতাহাতি অনুষ্ঠান বানচাল অবাঞ্ছিত ঘোষণা আরো কত কি? অথচ এগুলো প্রত্যেকটি সংগঠনের মূল উদ্দেশ্য তাদের মেনিফেস্টো লেখা থাকে প্রবাসীদের পাশে দাঁড়ানো প্রবাসীদের সুখ দুখ ভাগ করে নেয়া প্রবাসীদের বিপদে-আপদে এগিয়ে আসা অথচ আজ দুই দিন ধরে পুলিশের স্কুপা অভিযান চলছে কিন্তু এত বড় বড় লিডারদের মুখে কোনো বিবৃতি প্রতিবাদ বা তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন লিখনী প্রতিবাদ অথবা কি কারনে গ্রিক সরকারের পুলিশ গ্রেফতার করছে তার কোন খবর বা সান্তনার বানী শুনিনি। অথচ আমাদের এই সব নেতাদের ফেসবুক দেওয়ালে পোস্ট করে বিভিন্ন উচ্চপর্যায়ের ছবি পোস্ট করে ঈদের ,স্বাধীনতার ,ফেব্রুয়ারি, রমজানের ঐ ঈদের শুভেচ্ছা ব্যানার ফেস্টুন।
গত দুইদিন যাবৎ কতজন আমার বাংলাদেশী গ্রেফতার হয়েছে জানা নেই তার হিসাব মনে হয় না কোন নেতা থানায় গিয়ে তার হিসাব নিয়েছে বা খবর নিয়েছে কেন এই গ্রেপ্তারে নেমেছে গ্রিক প্রশাসন। আজ গ্রীসে কিছু তরুণ যুবক দ্বারস্থ হয়েছেন পাকিস্তান কমিউনিটি ও গ্রীসের রাজনৈতিক সংগঠনের কাছে। যা কথা ছিল আমাদের বাঙালি সমাজের সবাই মিলে একটা প্রতিবাদ করার। আজ আমাদের লজ্জা হয় ৬৪ জেলার ৬৬ সংগঠন এই সমাজে আছে। তারা আজ কোথায়। আমরা এ সমাজে অপরাধী নয় আমরা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আসেনি আমাদের অপরাধ একটাই সেটা হয়তো আমাদের কাছে গ্রীসে বৈধ কাগজ নেই। আমরা এই উচ্চ নেতাদের কাছে বৈধ হওয়ার কাগজ চাইনা চাই শুধু একটু আগাম খবর এবং সান্তনা ও আমাদের বিপদে এগিয়ে আসা যাতে করে আমরা অন্য দেশের কমিটির কাছে সাহায্য যেতে না হয়। আসুন এই সমাজে তরুণ যোগ্য কর্মঠ নেতৃত্ব খুঁজে বের করি যারা আমাদের পাশে এসে দাঁড়াবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই