ভোলার তজুমদ্দিনে গ্যালাক্সির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
ভোলার তজুমদ্দিন উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করেছে গ্যালাক্সি সেচ্ছাসেবী সংগঠন।
২৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সদরের মধ্যবাজার ২৫৪ জন ব্যক্তির ফ্রি গ্রুপ নির্ণয় করে সংগঠন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
সঙগঠনটির উপদেষ্টা মেহেদী হাসান মিশুর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন গ্যালাক্সি উপদেষ্টা অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, গ্যালাক্সি উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা ক্রীড়া সংস্থা সম্পাদক তুহিন তালুকদার, ছাত্র নেতা মিরাজউদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গ্যালাক্সি ভোলা জেলা সভাপতি এম এইচ লাভলু। সঙগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আসিফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা সম্পাদক আজাদ রানা। তজুমদ্দিন নিউ ফেমাস ডায়াগনষ্টিক সেন্টার কর্মসূচীতে টেকনিক্যাল সহযোগিতা করে।
বিডিনিউজ ইউরোপ/২৪ নভেম্বর/ জই