বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফ।এর আয়তন ৩৮৮.৬৮ বর্গকিলোমিটার অপর দিকে ১৫০.০৭ বর্গ মাইলের উপজেলা টেকনাফ।এটি প্রতিষ্টিত হয়েছে ১৯৩০ সালে। এর স্বাক্ষরতার হার ৬৫শতাংশ।তবে সাম্প্রতিক সময়ে ইয়াবা নামক একটি মাদকের কারণে ঐতিহ্যবাহী এই টেকনাফ উপজেলা তার গৌরব হারাতে বসেছে।বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনের উচ্চ স্থানে রয়েছে টেকনাফের কৃতি সন্তানরা।ঠিক তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হলেন তরুণ প্রজন্মের মেধাবী মেয়ে সুমাইয়া।
তাঁর সংক্ষিপ্ত পরিচিতি :
সুমাইয়া ২০০৮ সালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে অনার্সে ৩.৯৮ ও ২০১৭ সালে মাস্টার্সে পান ৩.৯৭ এবং
২০১৭ সালের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৮ সালে ডিন’স এ্যাওয়ার্ড পান। ২০১৬ সালে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে বাংলাদেশ থেকে ১০০ জনকে আমন্ত্রণ জানান ভারতের রাষ্ট্রপতি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন সু্যোগ পান তার মধ্যে সুমাইয়া একজন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালের অক্টোবর মাসে প্রভাষক পদে যোগদান করেন।
পিতা- জহির আহমদ, মাতা-রহিমা বেগম, গ্রাম: দক্ষিন জালিয়াপাড়া, ৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা।
বর্তমান -ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকার জন্য বরাদ্দ দেওয়া কোয়ার্টারে বসবাস করছেন বলে জানা গেছে।
তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিযুক্ত হয়ে ধন্য করেছেন ঘুনেধরা টেকনাফকে আর এই সুমাইয়ার কৃতিত্বে গর্বিত হয়েছে ঐতিহ্যের টেকনাফবাসী।বিডিনিউজ ইউরোপ এর পক্ষ থেকে সুমাইয়ার কৃতিত্বের প্রতি জানানো হয়েছে অভিনন্দন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯ মার্চ/জই