গ্রীসের অভিবাসন মন্ত্রী নোটিছ মিতরাকিস বাংলাদেশের সাথে শ্রমিক আনবে যে চুক্তি করেছে সে ব্যাপারে বিস্তারিত সাক্ষাৎকার দেন গ্রিসের একটি টিভি চ্যানেলে শুনুন বিস্তারিত এর বাংলা অনুবাদঃ
যারা গ্রিক ভাষা কম বুঝেন তাদের জন্য কিছু কিছু মূল অংশ লিখে দিলাম।
১🇧🇩🇬🇷 আমাদের মূল উদ্দেশ্য হলো এদেশ থেকে অবৈধ লোক বিতাড়িত করা। বাংলাদেশি কাগজ ছাড়া লোকদের সহজে তাদের দেশে পাঠানো।
২ 🇧🇩🇬🇷 আমাদের শ্রমবাজারে যতোটুকু প্রয়োজন তাই আমরা চুক্তি মোতাবেক আনিবো।
৩ 🇧🇩🇬🇷 নয় মাস এদেশে কাজ করবে বাকি সময় তারা নিজ দেশে চলে যাবে।
৪🇧🇩🇬🇷 গ্ৰিসে আসার পর ইউরোপের অন্য কোন দেশে যাওয়ার পারমিশন থাকবে না। বিরত রাখা হবে আদিয়াপারামনি , ফ্যামিলি আনা, জাতীয় ভোট দান।
৫ 🇧🇩🇬🇷 এই চুক্তি বাস্তবায়িত হলে তুলে নেয়া হবে সাত বছরের ডকুমেন্ট জমা দিয়ে আদিয়া পারামনি/রেসিডেন্সিয়াল কার্ড পাওয়ার সুযোগ।
৬🇧🇩🇬🇷 যেহেতু বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে বৈধভাবে লোক আনার জন্য তাই তারা অবৈধ লোকদের গ্রীসে রাখতে চান না এটাই হলো এই চুক্তির মূল।
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম
অভিবাসন আইন বিশ্লেষক ও পরামর্শক গ্রীস।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ফেব্রুয়ারি/জই