পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (চলচ্চিত্র-১) এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরাবরের মতো এ বছরও সেরা অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, পরিচালকসহ মোট ২৭টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার দেয়া হবে।
এ বছর পুরস্কার পাচ্ছেন ৩১ জন। বিশ্বসুন্দরী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ ও সরকারি অনুদানের সিনেমা গোর-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপান্বিতা মার্টিন। এছাড়া এর মধ্যে গাজী রাকায়েত হোসেন একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/আদিল