সম্প্রতি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলো। ফের ডলবি থিয়েটার ঝলমল করে উঠবে। আগামী ২৭ মার্চ অস্কার আসর বসছে সেখানে। এই করোনাকালে বড় বড় আয়োজন, হোক সেটা বিনোদন কিংবা খেলা, সেসব আসরে ঢুকতে টিকার সনদ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে মার্কিন সাময়িকী ‘দ্য হলিউড রিপোর্টার’ বলছে, অস্কার আসরে ঢুকতে টিকার সনদের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন কিছু ভাবছে একাডেমি।
সাময়িকীটি বলছে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স পরিকল্পনা করছে, অনুষ্ঠানে আসার জন্য তারা টিকা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করবে। তার চেয়ে তারা প্রত্যেক অংশগ্রহণকারীকে পিসিআর টেস্ট করাতে চায়। তাতে ফল নেগেটিভ এলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি মিলবে।
তবে একাডেমি তাদের নিজেদের কর্মীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। কেন অংশগ্রহণকারীদের বেলায় এই নিয়ম করার পরিকল্পনা, এ বিষয়ে অবশ্য তারা কোনো মন্তব্য করতে চায়নি।
টিকা নিয়ে এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটে একাডেমি অবশ্য লস অ্যাঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের দেওয়া ন্যূনতম সব ধরনের স্বাস্থ্যবিধিই মেনে চলছে। যদিও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অ্যাওয়ার্ডেই অংশগ্রহণ করতে টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
হলিউডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, একাডেমি তাদের নিয়মনীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অনেক অস্কার বিজয়ী অতিথি কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তির নিয়ম কড়াকড়ি হলে উপস্থিত না থাকার আশঙ্কা রয়েছে।
একাডেমি এখন পর্যন্ত অস্কার রাতের জন্য তাদের কোভিড নীতি প্রকাশ করেনি। অনেকে বলছেন, টিকা–বিরোধী ব্যক্তিদের অস্কারে প্রবেশের সুযোগ দিতে ‘টিকার সনদ বাধ্যতামূলক নয়’ নীতি গ্রহণ করতে পারে কর্তৃপক্ষ।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১০ফেব্রুয়ারি/আদিল