দুবাই এয়ারপোর্টে সততার সম্মাননা পেলেন বাংলাদেশী আমিন
সম্প্রতি দুবাই এয়ারপোর্টে রাশিয়ান এক যাত্রীর রেখে যাওয়া পাসপোর্ট যথা সময়ে পৌঁছে দিয়ে সততার জন্য সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন নুরুল আমিন নামের এক বাংলাদেশি, দুবাই এয়ারপোর্টের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আলমিরি এ সম্মাননা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা বিশ্বে দারুণ ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশ ও বাঙালি জাতির। এমন সোনার সন্তানেরাই বাংলাদেশের প্রকৃত অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করছেন সারাবিশ্বের বিভিন্ন দেশে।
নুরুল আমিন বিডিনিউজ ইউরোপকে জানান ১১ বছর যাবত দুবাই এয়ারপোর্টে বিমান ক্লিনিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। একজন বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পাওয়ায় আনন্দিত ও গর্বিত তিনি জানিয়েছেন। লক্ষ্মীপুর জেলার, দালাল বাজার’র আনোয়ার হোসাইন এর ছেলে নুরুল আমিন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/০২ ফেব্রুয়ারি/জই