• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভিয়েনায় ১৯ অভিবাসন প্রত্যাশী সহ তুর্কীর মানবপাচারকারী আটক

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক (অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে
১৯ জন অভিবাসনপ্রত্যাশীর সাথে তুর্কী মানবপাচারকারী গ্রেফতার

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে,আজ বুধবার ২৬ শে জানুয়ারি ভিয়েনার লিজিং (২৩) জেলায় একটি বড় মাপের পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার ও তাদেরকে বহনকারী লরির চালকের গ্রেফতার করা হয়েছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র মার্কাস ডিট্রিচ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানান, বুধবার অতি প্রত্যুষে সন্দেহভাজন গাড়ি দেখে টহল পুলিশ থামালে থলের বিড়াল বেড়িয়ে আসে। পুলিশ আরও জানায়,মানবপাচারকারী একজন তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে অভিবাসনপ্রত্যাশীদের তুরস্ক
থেকে মালবাহী লরিতে করে অস্ট্রিয়া নিয়ে আসে।

পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান উদ্ধারকৃত ১৯ জন অভিবাসনপ্রত্যাশীদের পুলিশের একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সিরিয়া, ইরাক, মিশর এবং আফগানিস্তান থেকে এসেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন। পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান,
অভিবাসনপ্রত্যাশীদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ