অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে
১৯ জন অভিবাসনপ্রত্যাশীর সাথে তুর্কী মানবপাচারকারী গ্রেফতার
অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে,আজ বুধবার ২৬ শে জানুয়ারি ভিয়েনার লিজিং (২৩) জেলায় একটি বড় মাপের পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার ও তাদেরকে বহনকারী লরির চালকের গ্রেফতার করা হয়েছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র মার্কাস ডিট্রিচ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানান, বুধবার অতি প্রত্যুষে সন্দেহভাজন গাড়ি দেখে টহল পুলিশ থামালে থলের বিড়াল বেড়িয়ে আসে। পুলিশ আরও জানায়,মানবপাচারকারী একজন তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে অভিবাসনপ্রত্যাশীদের তুরস্ক
থেকে মালবাহী লরিতে করে অস্ট্রিয়া নিয়ে আসে।
পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান উদ্ধারকৃত ১৯ জন অভিবাসনপ্রত্যাশীদের পুলিশের একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সিরিয়া, ইরাক, মিশর এবং আফগানিস্তান থেকে এসেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন। পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান,
অভিবাসনপ্রত্যাশীদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ জানুয়ারি/জই