আওয়ামী লীগ নেতা আলমগীরের বাংলাদেশ গমন
ইতালী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন রোববার সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রোম ত্যাগ করেছেন। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় অভ্যর্থনা জানানো হয়।
আলমগীর হোসেন ব্যক্তিগত এবং পারিবারিক জরুরী কিছু কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই বাংলাদেশ যাচ্ছেন। সেখানে তিনি কিছু রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবেন।
ইতালিতে অবস্থানকারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে সকলকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। তিনি সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, দেশে বিদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাবার জন্য আহ্বান জানান তিনি। বাংলাদেশের কাজ সেরে খুব শিগগিরই তিনি আবার ইতালীতে ফিরে আসবেন।
বিডিনিউজ ইউরোপ/২২ শে নভেম্বর/ জই