• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

অস্ট্রিয়ায় দ্বিতীয় লকডাউনে এই পর্যন্ত প্রায় ৮০০ জনকে জরিমানা করা হয়েছে

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

অস্ট্রিয়ায় দ্বিতীয় লকডাউনে এই পর্যন্ত প্রায় ৮০০ জনকে জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ায় গত মঙ্গলবার ১৭ নভেম্বর থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে পুলিশ শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৮০০ জনকে করোনার আরোপিত সরকারের নিষেধাজ্ঞার অমান্য করার অপরাধে মামলা ও জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

অষ্ট্রীয়ান পুলিশ
ভিয়েনার পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে যে, ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের Graben এ একটি অস্থায়ী পানীয়র দোকান খোলা হয়েছিল। সেখানে প্রায় ৩০ জনের মত গ্রাহক ছিলেন। তাদের বিরুদ্ধে সামাজিক দূরত্ব না মানার মামলা ও জরিমানার করা হয়েছে। বর্তমানে সমগ্র অস্ট্রিয়াতে লকডাউন চলছে কিন্ত বাহিরে মানুষেরও অনেক চলাচল লক্ষ্য করা যাচ্ছে। তবে যে ৪ টি কারনে বের হওয়ার অনুমতি আছে তার বাহিরে পুলিশের সামনে পড়ে গেলে মামলা এবং জরিমানা কিন্ত মাফ হবে না। আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬,৬১১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। রাজধানী ভিয়েনাতে আজ সংক্রমণ সনাক্ত হয়েছে ৯২৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১,৫৬৯ জন, NÖ রাজ্যে ৯১৯ জন, Steiermark রাজ্যে ৮০২ জন, Tirol রাজ্যে ৬৮৬ জন,Sbg. রাজ্যে ৬১২ জন, Vbg রাজ্যে ৪৬১০, Kärnten রাজ্যে ৪৪৪ জন এবং Burgenland রাজ্যে ১৯৪ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৪১,৯৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২,৩২৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ১,৬২,৭৫১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৬,৮৮৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৭৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪,৫৯৭ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ