আপনার এজ্যাইলামের আবেদন যদি চূড়ান্ত ভাবে রিজেকশন বা বাতিল হয়ে যায় তখন আপনার করণীয়গুলো নিম্নোক্ত অনুকরণীয়ঃ
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে যে,আন্তর্জাতিক সুরক্ষার জন্য আপনার আবেদন বাতিল হয়েছে এবং আপিল আবেদন ও কর্তৃপক্ষ চূড়ান্ত ভাবে বাতিল করে দিয়েছে। ফলে আপনার পক্ষে নিয়ম অনুযায়ী বৈধ ভাবে গ্রিসে বসবাস করা সম্ভব নয়।
এছাড়াও আপনার সকল সুযোগ সুবিধা যেমন আর্তিক সহায়তা,বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসা পরিসেবা সহ যাবতীয় সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।
আইনের ৩৯০৭/১১ এর ৩০ অনুচ্ছেদ অনুযায়ী যেকোন মূহুর্তে আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে ১৮ মাস পর্যন্ত আটকে রাখতে পারে। এমন কি আপনি গ্রিস থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আটকিয়ে রাখতেও পারে।
বিকল্প হিসেবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সহাযোগিতায় পরিচালিত সহায়ক স্বেচ্ছাসেবী প্রত্যাবর্তন এবং পুনর্বাসন কর্মসূচীর মাধ্যমে আপনার দেশে ফিরে যাওয়া হল কার্যকর এবং দীর্ঘ সময় জেল থেকে বাঁচার উত্তম একটি মাধ্যম।
For more information please contact your local International organization for Migration (IOM) representative.
Contact details:
Dodekanissou Street ,17456 Alimos , Athens Greece,
Tel: (+30) 2109919040
Email:iomathens@iom.int
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩ ডিসেম্বর/ জই