পোল্যান্ড বেলারুশ সীমান্তে আরও একজন অভিবাসী প্রত্যাশী মুসলিম যুবকের মৃত্যু !
“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও ইউরোপের
অভিবাসীদের নিয়ে নিউজ পোর্টাল ইনফোমাইগ্রেন্টস
জানিয়েছেন আজ বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে
জিরো পয়েন্টে অবস্থানরত হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
ইনফোমাইগ্রেন্টস জানিয়েছেন মৃত্যুবরণকারী যুবক
একজন উত্তর আফ্রিকার মুসলিম। পরে মৃত
মুসলিম অভিবাসী প্রত্যাশী যুবকের নামাজে জানাজা
পড়েছেন পোল্যান্ডের বেলারুশ সীমান্তবর্তী মুসলিম তাতার গোষ্ঠীর মানুষ। পরে অজ্ঞাতনামা যুবককে
পোল্যান্ডের মাটিতে সমাহিত করা হয়।
উল্লেখ্য যে,আফগানিস্তান,ইরান,ইরাক,লিবিয়া ও
সিরিয়ার হাজার হাজার শরণার্থী বেলারুশ এসে
পোল্যান্ড সীমান্ত দিয়ে ইইউতে প্রবেশ করে
জার্মানিতে যাওয়ার অপেক্ষায় আছেন। তবে
পোল্যান্ড কোন অবস্থাতেই এই অবৈধ উপায়ে
ইইউ সীমান্ত দিয়ে তাদের প্রবেশ করতে দিতে
নারাজ।
পোল্যান্ড ইতিমধ্যেই তার সীমান্তে কাঁটাতারের বেড়া
সহ ২০,০০০ হাজার সেনা মোতায়েন করেছে। গত জুলাই থেকে এই পর্যন্ত এই সীমান্তে প্রায় ১৫ জন অভিবাসী প্রত্যাশী মৃত্যুবরণ করল। সকলেই ছিল মুসলিম এবং তাদেরকে পোল্যান্ডের ভিতরে বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে সমাহিত করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২১ নভেম্বর/ জই