টেকনাফ সাবরাং কচুবনিয়া থেকে১০ হাজার পিস ইয়াবা’সহ র্যাব-১৫ এর হাতে গ্রেফতার ১
কক্সবাজারের টেকনাফ সাবরাং কচুবনিয়া ৩ নং ওয়ার্ডের মোঃ রফিক (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেছে র্যাব-১৫ ।
সোমবার (০৬ ই সেপ্টেম্বর) বেলা ১২:২০ মিঃ সময় তাঁকে গ্রেফতার করা হয়।
যানা যায় আটকৃত আসামি টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা থিজির আহমদের পুত্র: মোঃ রফিক (২০)
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের বড় হাবিব ছড়া এলাকার জামিয়াতুল ইমান আদর্শ নূরানী একাডেমী সংলগ্ন বড় হাবিব ছড়া রাস্তার মোড়ে অবস্থান করছেন এসব অবিযানিক দল।
এসময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন মাদক ব্যবসায়ীরা
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সাবরাং ইউনিয়নের কচুবনিয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা থিজির আহমদের পুত্র মোঃ রফিক (২০)কে ১০ হাজার পিস ইয়াবা’সহ গ্রেফতার করেন, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
আটকৃত আসামি মোঃ রফিক’কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকার মায়ানমার হতে এসব মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ এ’র সহকারী পুলিশ সুপার মিডিয়া এন্ড অপারেশন আব্দু্ল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, ঐ সময় উপস্থিত সাক্ষী গণের সম্মুখে আসামির হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮সেপ্টেম্বর/জই