ভিউ দিয়ে নান্দনিক গানের বিচার করা যাবেনা
তুমি আসলে ভালো বাসলে ঐ আকাশ দেবো লিখে মৃদু হাসলে পাশে বসলে তোমায় রাখবো ধরে বুকে এ দেহের মাঝে হৃদয় মূলে তোমারই বসবাস,তুমি আমি দুজন মিলে ভালোবাসা করবো চাষ। হ্যা, বলছিলাম শেখ মিলনের কথা,সুর, সংগীতে সোমা হকের গাওয়া "আকাশ দেবো লিখে" গানটির কথা। অসম্ভব সুন্দর কথা,সুর, গায়কী এবং ভিডিও,ভিডিও তে অভিনয় করেছেন আমিন খান এবং প্রভা। শিল্পী সোমা হক ছোট বেলা থেকেই গান করেন।গান শেখার ক্ষেত্রে বাবা মা দুজনের উৎসাহ থাকলেও মায়ের ভূমিকাই ছিলো বেশি । সোমা হক বলেন,"আমার মা অসুস্থ ভালো মতো হাঁটতে পারেননা তবুও বিভিন্ন টিভি অনুষ্ঠান শুটিং অডিও রেকর্ডিংএ মা আমার সাথে সাথে থাকেন,আমার মা'ই আমার শক্তি"। শিক্ষাবিদ বাবার মেয়ে সোমা হক বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন। আত্মার শান্তির জন্য গানের পাশাপাশি লেখালিখি করেন।তিনি বাংলাদেশ টেলিভিশনে কন্ঠশিল্পী এবং তালিকা ভুক্ত একজন গীতিকারও বটে। একজন পরিপূর্ণ শিল্পী সোমা হক যিনি তারকা তকমার নেশায় না,শুধু মাত্র গানের প্রতি মমত্ববোধ থেকেই গান করেন। যার মধ্যে নাই কোন প্রতিযোগিতা,প্রতিহিংসা এবং রয়েছে অনেক মানবিকতা।নিরবে নিভৃতে মানব কল্যানে তিনি অনেক কাজ করেন যাচ্ছেন। এই শিল্পীর সম্প্রতি প্রকাশিত আকাশ দেবো লিখে গান টি প্রকাশ করেছে "গান মেলা"। গান মেলা কর্তৃপক্ষ সোমা হকের গানটি সম্পর্কে বলেন,আমরা প্রথমত ভালো কাজের সঙ্গী হতে চাই, সত্যিকারের শিল্পীদের সাথে কাজ করতে চাই।সর্বপরি গুণের কদর করতে চাই। সোমা হকের আকাশ দেবো লিখে গানটি সম্পর্কে আমরা কিছু বলতে চাইনা দর্শক শ্রোতারা শুনেই এর মূল্যায়ন করবেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯আগস্ট/জই