ভোলায় লকডাউনে মানুষের ভীড়
আজ ৬ আগস্ট (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন ফলে অন্য দিনের চেয়ে আজকে মানুষের ঢল অনেকটাই বেশি দেখা গিয়েছে।
ভোলা সদর চকের মত আরো অনেক গলির ভিতরে সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষের জনস্রোত দেখা যায়।
সাধারণ মানুষরা ঘর থেকে কারণে অকারণে প্রতিনিয়িত বের হয়। বেশির ভাগ সময় লোকজন ভোলা সদরের বিভিন্ন অলিগলি বাজারে প্রবেশ করেন।
সামাজিক দুরুত্ব মেনে চলাফেরার কোনা বালাই কারো মধ্যেই নেই। সাধারণ মানুষ একজন আরেকজনের সংঙ্গে গা- ঘেঁষাঘেঁষি করেই চলাফেরা করেন। এতে কোভিট ১৯-এর সংক্রমণ পরিস্থিতি বৃদ্ধির আশঙ্কা আছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭আগস্ট/জই