• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহতের এক প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহতের এক প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ মিছিল

টাংগালেইর মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের সিদ্দিক হোসেন এর কলেজ পড়ুয়া ছেলে তুহিন কে পূর্ব পরিকল্পীত হত্যার উদেশ্য মধুপুর উপজেলার হাসিল গ্রামের সাবেক মেস্বার আরশেদ আলীর ২ ছেলে মাসুদ রানা,আজমির হোসেন, ইউছুব আলীর ছেলে মিদুল, আবুল হোসেন ছেলে ফজলু রশিদ মিয়ার ছেলে মুকুল মিয়া তুহিন কে হত্যার উদেশ্যে তার মাথায় লোহার রড দিয়ে আগাত করে হত্যার চেষ্টা করে।
ঘটনার বিবরনে জানান, ২৫ জুলাই বিকালে মধুপুর থানার হাসিল ও পালবাড়ী মধ্যপাড়া এবং মহনপুর গ্রামের মধ্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা নিয়ে দুই গ্র্রামের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। খেলা শেষে খেলা দেখতে যাওয়া তুহিন কে হাসিল খামারিযা মোড়ে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তুহিন কে একা পেয়ে পালবাড়ী গ্রামে থাকার কারনে খেলার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে উল্লেখিত আসামীগনসহ আরও ১০/১৫ জন মিলে বে-আইনী জনতাবদ্ধে তুহিনের পথ রোধ করিয়া আসামীদের হাতে থাকা রামদা দিয়া খুন করার উদ্দেশ্যে তুহিনের মাথায় কুপ মারিলে উক্ত কুপে ডান চোখের উপরে কপালে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। আসামীদের হাতে থাকা ধারালো খুর দিয়া টান মারিয়া তুহিনের বাম হাতের চারটি অঙ্গুলে চিপায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করা সহ হত্যার চেষ্টা করে রাস্তায় ফেলে চলে যায়। ‍ুতুহিনের কান্নাকাটিতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসক ধারা চিকিৎসার ব্যবস্থা করলেও তার অবস্থার অবন্নিত হলে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল হতে সিটি ক্যান করার জন্য্ বলেন। সিটি ক্যানে তুহিনের মাথার খুলি ভেঙ্গে যাওয়ার কারনে তাকে ঢাকা মেডিকেলে রেফাট করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া তুহিনের মাথায় অপাশেন করার কারনে গত ৩ দিনেও তার স্মৃতি না ফিরার কারনে আসস্কা জনক বলে চিকিৎরা জানান। ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষুবের সৃস্টি হয়েছে। এলাকার মানুষ গত কাল বিকালে পালবাড়ী মোড়ে স্থানী এলাকাবাসী মানবন্ধন ও ভিক্ষুপ করে বিচার দাবী করেন। এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং১৪,।
মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত এক । প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ মিছিল
এস.এম আব্দুর রাজ্জাক
টাংগালেইর মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের সিদ্দিক হোসেন এর কলেজ পড়ুয়া ছেলে তুহিন কে পূর্ব পরিকল্পীত হত্যার উদেশ্য মধুপুর উপজেলার হাসিল গ্রামের সাবেক মেস্বার আরশেদ আলীর ২ ছেলে মাসুদ রানা,আজমির হোসেন, ইউছুব আলীর ছেলে মিদুল, আবুল হোসেন ছেলে ফজলু রশিদ মিয়ার ছেলে মুকুল মিয়া তুহিন কে হত্যার উদেশ্যে তার মাথায় লোহার রড দিয়ে আগাত করে হত্যার চেষ্টা করে।
ঘটনার বিবরনে জানান, ২৫ জুলাই বিকালে মধুপুর থানার হাসিল ও পালবাড়ী মধ্যপাড়া এবং মহনপুর গ্রামের মধ্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা নিয়ে দুই গ্র্রামের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। খেলা শেষে খেলা দেখতে যাওয়া তুহিন কে হাসিল খামারিযা মোড়ে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তুহিন কে একা পেয়ে পালবাড়ী গ্রামে থাকার কারনে খেলার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে উল্লেখিত আসামীগনসহ আরও ১০/১৫ জন মিলে বে-আইনী জনতাবদ্ধে তুহিনের পথ রোধ করিয়া আসামীদের হাতে থাকা রামদা দিয়া খুন করার উদ্দেশ্যে তুহিনের মাথায় কুপ মারিলে উক্ত কুপে ডান চোখের উপরে কপালে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। আসামীদের হাতে থাকা ধারালো খুর দিয়া টান মারিয়া তুহিনের বাম হাতের চারটি অঙ্গুলে চিপায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করা সহ হত্যার চেষ্টা করে রাস্তায় ফেলে চলে যায়। ‍ুতুহিনের কান্নাকাটিতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসক ধারা চিকিৎসার ব্যবস্থা করলেও তার অবস্থার অবন্নিত হলে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল হতে সিটি ক্যান করার জন্য্ বলেন। সিটি ক্যানে তুহিনের মাথার খুলি ভেঙ্গে যাওয়ার কারনে তাকে ঢাকা মেডিকেলে রেফাট করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া তুহিনের মাথায় অপাশেন করার কারনে গত ৩ দিনেও তার স্মৃতি না ফিরার কারনে আসস্কা জনক বলে চিকিৎরা জানান। ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষুবের সৃস্টি হয়েছে। এলাকার মানুষ গত কাল বিকালে পালবাড়ী মোড়ে স্থানী এলাকাবাসী মানবন্ধন ও ভিক্ষুপ করে বিচার দাবী করেন। এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং১৪,।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ