• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

রোমে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ইতালীর রোমে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
দীর্ঘদিন পর লকডাউন শিথিল হওয়ার সুযোগে ইতালীর রোমে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানী রোমের কলাপাতা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন জীবনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাধারণ সম্পাদক জহিরুল আলম, ইতালী যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ফেনী জেলা সমিতি ইতালীর সাবেক প্রধান উপদেষ্টা, বর্তমান নির্বাচন কমিশন সচিব আলাউদ্দিন শিমুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুজিব মিঝি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতির নির্বাচন কমিশনার গোলাম মাওলা মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন রোমের ৫নং মিনিসিপালিটির সামাজিক ব্যক্তিত্ব Francesco Tieri ঢাকা বিভাগ সমিতি ইতালীর সভাপতি লিটন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বৃহত্তর সিলেট যুবসংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন প্রমুখ। এ সময় বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক জামাল, সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক আল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হোসেন সিয়াম, দপ্তর সম্পাদক আবুল হোসেন, ওয়েলফেয়ার ব্যবসায়ী সমবায় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও ফেনী জেলা সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রাথী বিশিষ্ট ব‍্যাবসায়ী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়া উদ্দিন জিয়া সহ তুসকোলানা বন্ধু মহলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যেতে প্রধান অতিথি ও ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেনঃ বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে এবং বিদেশে যেকোন দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন, করোনাকালীন সময়েও মানুষের পাশে ছিলেন, আমরা আশা রাখবো আগামীতেও বাংলাদেশের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

বিশেষ অতিথি ও বাংলাদেশ সমিতি ইতালীর সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন আমরা বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে বৃহত্তর নোয়াখালী জেলার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব এবং ভবিষ্যতে এই সংগঠনের পাশে থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার জন্যও সবাইকে অনুরোধ জানান।

বিশেষ অতিথি ও ফেনী জেলা সমিতির নির্বাচন কমিশন সচিব আলাউদ্দিন শিমুল বলেন, আমরা কোন পদ চাইনা, আমরা চাই বৃহত্তর নোয়াখালীবাসী প্রবাসে একতাবদ্ধ হয়ে সবসময় একে অন্যের পাশে থাকবে, অতীতের সব মান- অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান আলাউদ্দিন শিমুল।

বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন জীবন তার এক বক্তব্যে বলেন বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক সংগঠনগুলো যখন বিলুপ্তির পথে ঠিক তখনই বৃহত্তর নোয়াখালীর কিছু প্রবীণ ও একঝাঁক তরুণ নিয়ে আমরা বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠন করি, আমরা চাই এই সংগঠনের মাধ্যমে সবাইকে একত্রিত করে প্রবাসের মাটিতে বৃহত্তর নোয়াখালীকে উজ্জীবিত করে রাখতে। আমাদের চলার পথে যত বাধাই আসুক আমরা তা আঞ্চলিকতার স্বার্থে সৎ সাহস ও নৈতিকতা দিয়ে মোকাবেলা করে যাব।

বিডিনিউজ ইউরোপ/২৯জুলাই/জই

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ