ইউরো কাপ ফাইনালে ইতালী চ্যাম্পিয়ন হওয়ায় রাজধানী রোমে উল্লাসিত প্রবাসীরা
দীর্ঘ ৫৩ বছর পর ইউরো কাপ আবারো ফিরে এলো ইতালিতে। ইংল্যান্ডকে পরাজিত করে মানচিনির শিষ্যরা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হবার আনন্দে ইতালীতে উৎসবের আমেজ তৈরি হয়।
ইংল্যান্ডের মাটিতেই তাদেরকে পরাজিত করে ইতালি ইউরো কাপ পুনরুদ্ধার করলো। অতিরিক্ত সময় পর্যন্ত খেলা ১-১ গোল সমতা থাকে। ফলে ট্রাইবেকারে গড়ায় ইউরো ফাইনাল। ট্রাইবেকারে ইতালি ৩-২ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ইতালির বিজয়ে রাজধানী রোমসহ পুরো দেশে চলছে আনন্দ উল্লাস। প্রবাসী বাংলাদেশিরাও এই উৎসবে যোগ দেয়। তারা মনে করছে এই বিজয় থেকেই ইতালী বিশ্ব কাপও নিয়ে আসবে।
ইতালি ইউরো কাপ আসরের শুরু থেকেই আক্রমনাত্মক খেলা খেলে ফাইনালে উন্নীত হয়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে শেষ ১৬তে যায়। সেমিফাইনালে স্পেনকে পরাজিত করে ফাইনালে মুখোমুখি হয় ইতালি।
এদিকে সোমবার সকালে রাজধানী রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনি এয়ারপোর্টে খেলোয়াড়রা পৌছালে তাদেরকে উষ্ণ অভ্যার্থনা ও স্বাগত জানান ইতালির ফুটবল প্রেমি সমর্থকরা। বিমানবন্দরে মানচিনি এবারের ইউরো কাপ বিজয়ের সমস্ত কৃতিত্ব দেন তার শিষ্যদের।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২জুলাই/জই