• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অন্যরকম ইতিহাসঃ ৭ তারিখ, ৭ মাস, সকাল ৭টা, ৭ মিনিট, ৭ গোল

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদক টাংগাইল ধনবাড়ী
আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

অন্যরকম ইতিহাসঃ ৭ তারিখ, ৭ মাস, সকাল ৭টা, ৭ মিনিট, ৭ গোল

চলতি কোপার সেমিফাইনালে কলিম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামে জুলাইয়ের ৭ তারিখ। এটি ১২ মাসের সপ্তম মাস। ম্যাচটি শুরু হয় সকাল সাতটায়। এটুকুতেই থেমে গেলে হবে না। মজার বিষয় হচ্ছে, সকাল সাতটায় মাঠে নামা আর্জেন্টিনা তাদের প্রথম গোলের দেখা পায় সাত মিনিটে। মেসির পাসে আলতো করে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মার্টিনেজ।

আরও একটি মজার তথ্য হচ্ছে, চলতি ম্যাচে মোট সাতটি গোল হয়। প্রথম নির্ধারণী সময়ে ১-১ গোল এবং পরবর্তী ট্রাইব্রেকারে ৩-২ গোল। আর এমন ছন্দময় দিনে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এছাড়াও আজ কলিম্বিয়াকে হারানোর দিনে ১৯ ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। ম্যাচে ট্রাইব্রেকারে জয় পায় মেসিরা।

ম্যাচে টানা জয়ের রেকর্ডের পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে মেসি গড়েছেন অনন্য এক কীর্তি। কোপা আমেরিকায় এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করানো ফুটবলার এখন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি টুর্নামেন্টে ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করিয়েছেন তিনি।

যা শতবর্ষী এই টুর্নামেন্টটির সর্বোচ্চ। এর আগে ৪টি অ্যাসিস্টই ছিল কোপার রেকর্ড। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিতে মাঠে নামার আগে মেসির অ্যাসিস্ট সংখ্যা ছিল চারটি। সেমিফাইনালে সংখ্যাটা পাঁচ করেন তিনি।

আজ ম্যাচের সাত মিনিটের মাথায়ই চলে আসে প্রথম গোল। বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ