তুমি বুঝি দাঁড়িয়ে ছিলে
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আমাকে বসতে হলো বিকেলের নিঃশ্বাসে,
ভীষণ যখন নির্মম পাখি পদানত,
ডানা উড়াই তুমি বনে আধো উল্লাসে,
একাকী তুমি এসে দাঁড়িয়ে ছিলে সাহসের মতন।
মেঘে মেঘে হয়েছিল বৃষ্টির ভার,
বিমর্ষ শোনা গেল ক্লান্ত হাহাকার,
তুমি অব্দি প্রান্তে ছিল প্রিয় বিকেল,
লিখেছিলাম পাখির ডানায় চিঠি।
তোমার চাওয়াতে খরতাপে আমি,
ভেঙ্গে পড়বোনা,কখনো যে আমি
উড়ছে পাখি উড়ুক মুক্ত ডানার মতন।
চক্ষুর সন্নিকটে তুমি দাঁড়িয়ে আছো,
অথচ ভাবনার আকাশে মেঘমালা।
দেখি কেমনে উড়ে পাখি,মুক্তমনে
আকাশে প্রবালের হাওয়া
বিকেল এলো,তবে মুক্ত জানালায়
তুমি বুঝি দাঁড়িয়ে ছিলে?
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬জুলাই/জই