কঠোর লকডাউন, ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯৯ মামলা, এক লক্ষাধিক টাকা জরিমানা আদায়, কারাদণ্ড-২
করোনা মোকাবেলায় ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে ভোলার জেলা প্রশাসন। কঠোর লকডাউনের স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় এবং কঠোর লকডাউন উপেক্ষা করে ঘর থেকে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ১৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৭ টি ভ্রাম্যমান আদালত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, ১৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৭ টি ভ্রাম্যমান আদালত সদর উপজেলার সদর রোডসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়েছে।
এ সময় ৯৯ টি মামলা দায়ের দায়ের করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩ হাজার ৯০০ টাকা। ১০৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া সিরাজ ও মোর্শেদ নামের দুই পথচারিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই