এলাকার শৃঙ্খলা বজায় রাখার জন্য পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের সাথে শহর পুলিশ ফাঁড়ির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
পশ্চিম টেকপাড়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক শহর পুলিশ ফাঁড়ি কক্সবাজার এর সাথে এলাকার ছিনতাই, মাদক,কিশোর গ্যাং,নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, (ইনচার্জ,শহর পুলিশ ফাঁড়ি, কক্সবাজার)।
পরিষদের সভাপতি বখতিয়ার হোসেন , সেক্রেটারী আমিনুর রশিদ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহর পুলিশ ফাঁড়ির এসআই/জিয়াউর রহমান জিয়া।
সন্ত্রাস, মাদক,ছিনতাই ও কিশোর গ্যাং মুক্ত শহর গড়তে প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় পরিষদের সহসভাপতি নুরুল আবছার, অর্থ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক আবু জায়েদ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, সহ অর্থ সম্পাদক জাবেদুর রহমান, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আবু জাহিদ ও সদস্য মোঃ ফারুক এলাকার সুশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন মতামত ও পরামর্শ প্রদান করেন।
পরিষদ কর্তৃক এলাকার সন্ত্রাস ও মাদক সমস্যা সমাধানের জন্য শহর পুলিশ ফাঁড়িকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়া হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯জুন/জই