ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির বিষয়ে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েতউল্লাহ।
সমাপণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন, সদর উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের অনাবাদি ও পতিত জমি আবাদের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাড়ির আঙিনায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, ‘কৃষক-কৃষাণীদেরকে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের বীজ, চারা, সার, ঔষধ সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি যেকোন সমস্যায় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯জুন/জই