• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

IMEX-Madrid Internationalization Week 2021 সামিটে বাংলাদেশ সম্পর্কে ব্যবসায়ী ও বিনিয়োগ কারীদের ব্যাপক আগ্রহ

বকুল খান কূটনীতিক বিশ্লেষক (স্পেন) মাদ্রিদ থেকে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

IMEX-Madrid Internationalization Week 2021 সামিটে বাংলাদেশ সম্পর্কে ব্যবসায়ী ও বিনিয়োগ কারীদের ব্যাপক আগ্রহ

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদের কমার্শিয়াল উইং IMEX-Madrid ২০২১ এর ১৯তম আসরে অংশ নিয়েছে। স্পেনের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পত্রিকা Moneda Única, IMEX নামক এ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইভেন্ট আয়োজন করে থাকে। IMEX-Madrid Internationalization Week 2021 নামে প্রতি বছরের মতো ১৯তম আসর আয়োজন করেছে | ৫ দিনব্যাপী এ আয়োজনে ৪দিন ভার্চুয়াল এবং ১দিন সরাসরি মাদ্রিদের সিটি হল Palacio de Cibeles এ অনুষ্ঠিত হয়েছে। এবার ৫০টির অধিক দেশ এ ইভেন্টে অংশগ্রহণ করছে। ১৬ জুন, ২০২১ মাদ্রিদের সিটি হল Palacio de Cibeles এ দিনব্যাপী সেমিনার, কনফারেন্স ও রাউন্ড টেবিল বৈঠক হয়। বাংলাদেশের সাথে ব্যবসায় ও বিনিয়োগের বিষয়ে আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এ ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ করে |


বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কমার্শিয়াল উইং গত ১৬ জুন সরাসরি ইভেন্টএ একটি স্টল বরাদ্দ নেয় বাংলাদেশ । এ স্টলে স্পেনে অবস্থিত আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে সভা করা ও তথ্য প্রদান করা করা হয় দিনব্যাপী। এ সামিটে বাংলাদেশকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে স্পেনিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বাংলাদেশের শুধু গার্মেন্টস সেক্টর নয় অন্যান্য সেক্টরেও বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ,খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, জনশক্তি, বর্জ্য ব্যবস্থাপনাসহ উৎপাদনশীল খাতে স্পেনিশ ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে বলে জানান কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ।
একই দিন বিকাল ৫.৩০ টায় Business and Investment Opportunities in Bangladesh শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যা একইসাথে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে স্পেন ও বাংলাদেশ থেকেও অনেকেই দর্শক হিসেবে যোগ দেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনা করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করার পূর্বে সেমিনারে বক্তব্য রাখেন দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে আইএমএফ এবং বিশ্বব্যাংক এর মন্তব্য গুরুত্বসহকারে উল্লেখ করেন।
কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ আরো বলেন, কোভিড পরবর্তী অবস্থায় মাদ্রিদে এটাই প্রথম বাণিজ্য সম্পর্কিত প্রথম আয়োজন। আজকের এই সরাসরি আয়োজনে বাংলাদেশের অংশ নেয়ার কারণে ব্যবসা বা বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীরা আমাদের সাথে আলোচনা করার জন্য ১০ টি প্রতিষ্ঠান সভা করেছে | তারা এতদিন বাংলাদেশকে শুধু তৈরী পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে জেনে এসেছে।
আমাদের একটি উদ্দেশ্য ছিল স্পেনিশ ব্যবসায়ীদের এ ধারণা পরিবর্তন করা। সেটা হয়ত একদিনে হবে না, তবে এটা শুরু বলা যেতে পারে। এছাড়া, বাংলাদেশের নাম লেখা দেখেই অনেকে এসেছে কথা বলতে। আজকের সেমিনারে আমরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জনগুলো তুলে ধরেছি, বাংলাদেশে বিনিয়োগের সুবিধাসমূহ তুলে ধরেছি, কেন বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভালো বিনিয়োগের সঠিক বিনিয়োগ বান্ধব গন্তব্য সেটাও তুলে ধরেছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে স্পেনিশ ব্যবসায়ীদের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা। সেটা আমরা করতে পেরেছি। বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, নিয়মিত এ ধরণের ইতিবাচক প্রচারণার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্পেনিশ ব্যবসায়ীদের কাছে আরও লোভনীয় গন্তব্য হিসেবে পরিচিত করাতে পারব।
সেমিনার শেষে বাংলাদেশস্থ স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজ নুরিয়া লোপেজ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে সর্ব প্রথম |যে কারণে উনিশতম সামিটে আমরা প্রথম বারের মতো যোগদান করেছি ,বাংলাদেশ কে আন্তজাতিক পরিমণ্ডলে উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য বলে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ |
দূতাবাসের হেড অব চেন্সারি আব্দুর রউফ মন্ডল সহ অন্যান্য কর্মর্কর্তা উপস্থিত ছিলেন |
এতে আরো অংশ নেন ,স্পেন আওয়ামীলীগের সভাপতি এ এস আই আর۔۔ রবিন ,অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান ,বাংলাদেশ প্রেসক্লাব ইন۔۔ স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম,সহ সভাপতি সেলিম আলম ,সাংবাদিক সাইফুল আমিন প্রমুখ |

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুন/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ