পশ্চিম ইলিশায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় মানসিক ভারসাম্যহীন রাসেল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাসেল ওই গ্রামের সিরাজ মাষ্টারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাসেল প্রায় ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলো। হঠাৎ করে মঙ্গলবার সকালে বাড়ির পাশে আম গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭জুন/জই