বিয়ানীবাজারে বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল যুবকের প্রাণ
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় (সিএনজি) অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিয়ানীবাজার হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাহেদ আহমদ দিপু (৩৮)। তিনি পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা এবং হাসপাতাল রোডস্থ এ.আলী ফার্মেসীতে কাজ করতেন।
জানা যায়, সাহেদ আহমদ দিপু কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে রাস্তার পাশে দাড়ালে বেপরোয়াভাবে একটি অটোরিকশা সিএনজি তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিয়ানীবাজারে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ দূর্ঘটনার পর ঘাতক অটোরিকশা চালক এখনো পলাতক।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই