ঝালকাঠির কাঠালিয়ার হলতা নদীর হঠাৎ ভাঙ্গনে ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে যায়।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘোষের হাটে হঠাৎ হলতা নদী ভাঙ্গনে ৭-৮টি দোকানসহ কয়েকটি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অতি বর্ষন ও হলতা নদীর প্রচন্ড স্রোতে সোমবার ঘোষের হাটের কিছু অংশ দেভে গিয়ে মুদি দোকান, সেলুন, হার্ডওয়ার, চায়ের দোকান ও টলসেটসহ ৭-৮টি স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ভাঙ্গনের মুখো-মুখি এসে দাড়িয়েছে ঘোষের হাট মাধ্যমকি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলতা নদীর ভাঙ্গন রোধ ও ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুন/জই