বাগেরহাটে রাত ৪টায় নবজাতক উদ্ধার
বাগেরহাটে চায়ের দোকানের পেছনে থাকা ক্যারামবোর্ডের উপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ জুন) ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর বাজার থেকে এই মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে নবজাতককে দত্তক নিতে বাগেরহাট শিশুকল্যান বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক নিঃসন্তান দম্পতি।
চায়ের দোকানের পেছনে রাখা ক্যারামবোর্ডের উপর থেকে গভীর রাতে কান্নার শব্দ টের পায় সাইদুল ইসলামের । এরপরে নবজাতকটিকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, ভর্তি হওয়া নবজাতকের বয়স আনুমানিক দুই দিন হবে। সে এখন সুস্থ রয়েছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি।
সদর থানার পরিদর্শক আবু সাঈদ বলেন, কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি আদালতে জানানো হবে। আদালত ঠিক করবে পরবর্তী করণীয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই